SBN Digital: বিবাহ বিচ্ছেদের পরেও প্রাক্তন স্বামীকে বাড়িতে ডেকে এনে খুনের অভিযোগ উঠল প্রথম পক্ষের স্ত্রী ও তাঁর পরিবারের বিরুদ্ধে। ওই যুবককে মারধর করে মুখে বিষ ঢেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ। রাকিবুল বিশ্বাস (২৯) নামে ওই যুবকের মৃত্যু হল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে, সাগরপাড়া থানার ধনীরামপুরে। ওই ঘটনায় প্রথম পক্ষের স্ত্রী-সহ মোট দশ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করে সাগরপাড়া থানার পুলিশ তানিয়া বিবির মা এবং ভাইকে গ্রেপ্তার করেছে। তবে ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন তানিয়া বিবি। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। প্রায় চার বছর আগে জলঙ্গি থানার রায়পাড়া এলাকার রাকিবুল বিশ্বাসের বিয়ে হয় পাশের গ্রাম সাহেব নগরের তানিয়া খাতুনের সঙ্গে। বিয়ের মাস চারেক পরে শ্রমিকের কাজে কেরল রাজ্যে চলে যান রাকিবুল। দীর্ঘদিন বাড়ি না আসার অজুহাতে রাকিবুলের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় তাঁর স্ত্রীর। বাড়ি ফিরে এসে বছর দেড়েক আগে মালদহের এক যুবতীর সঙ্গে বিয়ে হয় রাকিবুলের। তাঁরা সন্তানের জন্ম দেন। অভিযোগ, বিষয়টি জানতে পারার পর থেকেই ক্ষোভে ফুঁসছিলেন রাকিবুলের প্রথম পক্ষের স্ত্রী। রবিবার ওই যুবককে ফোন করে ডেকে পাঠায় তাঁর প্রথম পক্ষের স্ত্রী। এ বিষয়ে রাকিবুলের দাদা লিটল বিশ্বাস বলেন, “বাড়িতে জানিয়েই রাকিবুল তাঁর স্ত্রীর মামার বাড়ি ধনিরামপুর গিয়েছিলেন। ঘটনার দিন রাতে আমরা খবর পাই, রাকিবুল গুরুতর অসুস্থ। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা ডোমকল হাসপাতালে গিয়ে দেখি তাঁর অবস্থা আশঙ্কাজনক। সেখান থেকে বহরমপুরের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। মঙ্গলবার সকালে মৃত্যু হয় রাকিবুলের।” লিটন বিশ্বাস বলেন, “রাকিবুলকে পরিকল্পিতভাবে হত্যা করেছে তাঁর প্রথম পক্ষের স্ত্রী ও তাঁর পরিবারের লোকজন। কেননা রাকিবুলের গায়ে মারধরের দাগ রয়েছে, বিষ খাইয়ে দেওয়া হয়েছে তাঁকে। কেননা বাড়িতে এমন কোনও ঘটনা ঘটেনি যে রাকিবুল আত্মহত্যা করতে যাবে।
আমরা ঘটনার বিচার চাই।” অন্যদিকে রাকিবুলের মা সামেজান বিবি বলেন, “প্রথম পক্ষে স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর আর কোনও সম্পর্ক ছিল না আমার ছেলের। কিন্তু আমার ছেলের দ্বিতীয় বিবাহ সহ্য করতে পারছিল না প্রথম পক্ষের স্ত্রী। আমার ছেলেকে ফোন করে ডেকে মারধর করে এবং বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। ওই মৃত্যুর জন্য প্রথম পক্ষের স্ত্রী ও তার পরিবারের লোকজন দায়ী। তাদের নামে অভিযোগ দায়ের করেছি। প্রত্যেকের কঠোর শাস্তি চাই আমি।”
প্রাক্তন স্বামীকে বিষ খাইয়ে খুন, তিরে প্রথম পক্ষের স্ত্রী, ধৃত দুই
