Top NewsBelda News: পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণ,বিকট শব্দে কেঁপে উঠলো এলাকা

Belda News: পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণ,বিকট শব্দে কেঁপে উঠলো এলাকা

নিজস্ব সংবাদদাতা: আচমকাই বিস্ফোরণের শব্দ। চারপাশের বাড়ি থেকে ছুটে আসেন লোকজন। শুক্রবার দুপুরে এমনই আতঙ্কের ছবি পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের ১৬ নম্বর হেমচন্দ্র অঞ্চলের বেলদা থানার অন্তর্গত কুলাসিনী গ্রামে। জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকারই একটি পরিত্যক্ত বাড়িতে এই বিস্ফোরণ হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বেলদা থানার পুলিশ। তবে সূত্রের খবর, তেমন কিছু উদ্ধার হয়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামে দীর্ঘদিন ধরে একটি মাটির বাড়ি পড়েছিল। লোকজন থাকতো না। সেই বাড়ি থেকেই বিস্ফোরণের শব্দ আসে। এতটাই জোরাল ছিল সেই বিস্ফোরণ, কেঁপে ওঠে এলাকা। আতঙ্কে বাড়ি থেকে ছুটে বেরিয়ে আসে স্থানীয় বাসিন্দারা। পুলিশ সূত্র মারফত জানা গিয়েছে, ওই এলাকায় একটি পরিত্যক্ত বড় মাটির বাড়ি ছিল। বাড়ির মালিক আজ মিস্ত্রি নিয়ে বাড়ির এসবেস্টার খোলার কাজ করছিলেন। সেই সময় হঠাৎই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। খবর পেয়ে বেলদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এখনো পর্যন্ত পুলিশ কিছু উদ্ধার করতে পারেনি। কী ভাবে কী হলো, পুলিশ খতিয়ে দেখছে। তবে কিভাবে বিস্ফোরণের ঘটনা ঘটলো ? তার উত্তর এখনো অধরা। এদিকে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার জানিয়েছেন, পুলিশের প্রাথমিক তদন্তে এরকম কোন উঠে আসেনি। ঘটনাস্থলে ওসি, আইসি এসডিপিও, সিআই সবাই উপস্থিত আছে তদন্ত করেছে এবং একটি বোম বিস্ফোরণ হলে প্রাথমিক তদন্তে যে জিনিস গুলো পাওয়া যায়। যেমন দেওয়ালে দাগ, গর্ত হয়ে যাওয়া বা কোন সুতলী পড়ে থাকবে। সেরকম কিছু পাওয়া যায়নি। ওখানে একটি ফ্রেশ তৃণমূলের দলের পতাকা রাখা হলো। সেটা আমরা প্রাথমিকভাবে তদন্ত করে দেখব! পাশাপাশি এর পিছনে কোন ষড়যন্ত্র আছে কিনা তা তদন্ত করা হবে। এদিকে এই ঘটনা নিয়ে সরব হয়েছে গেরুয়া শিবির। এ ব্যাপারে বিজেপি নেতা রমা প্রসাদ গিরি বলেন, ওই এলাকায় সমবায় সমিতি ভোট গোপনে করেছে এলাকার তৃণমূল নেতা স্বপন মেইকাপ। এবং সমবায় সমিতিতে বিরোধীরা যদি অংশগ্রহণ করে সেই জন্য ওখানে বোমা মজুত করে রাখা হয়েছিল। স্থানীয় মানুষজনদের অভিযোগ ওখানে বোমা বিস্ফোরণ হয়েছে। এর পাশাপাশি তৃণমূল এলাকাটিকে ঘিরে রেখে ঘটনা ঘটার পর সমস্ত পরিষ্কার করে প্রমাণ লোপাট করেছে। অন্যদিকে তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা বলেন, স্বপন মেইকাপ তৃণমূল কোনদিন করে, নাকি সে কাউকে এলাকায় সন্ত্রস্ত করেছে। বোমা মাল মশলার ব্যাপার সেগুলো অবশ্যই পুলিশের দেখা দরকার। এগুলো পার্টির লোকেরা অরিজিনাল কি হয়েছে আমরা বলতে পারব না।