SBN Digital: বিবাহ শব্দটির সঙ্গে সিন্দুর ও আলতার অঙ্গাঙ্গি যোগাযোগ। সিন্দুরই নারীকে বধূ রূপে স্বীকৃতি দেয়। আর তা যদি হয় পঞ্চাশ বছরের পুরনো বিশ্বাসযোগ্য সংস্থা ‘খুকুমণি’র তা হলে তো সোনায় সোহাগা! দীর্ঘ পাঁচ দশক ধরে, এই ব্র্যান্ড প্রতিটি বাঙালির গৃহস্থ জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিক ভাবে জড়িয়ে গিয়েছে। যার নেপথ্যে রয়েছে কঠোর পরিশ্রম, সুচারু পরিকল্পনা, এবং নিপুণ নেতৃত্ব। বেশ কয়েক বছর ধরে সেই বিখ্যাত খুকুমণি সিন্দুর ও আলতা ব্র্যান্ড নকল করে চলছিল জাল খুকুমণি। এবার অভিযোগের ভিত্তিতে লেকটাউনের ঋষি অরবিন্দ কলোনির জাল আলতা সিন্দুর কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নিল পুলিশ। জানা গিয়েছে, কারখানা থেকে নকল কাগজপত্র থেকে শুরু করে একাধিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পাশাপাশি কারখানাটি সিল করে দেওয়া হয়েছে।
লেকটাউনে জাল ‘খুকুমণি’ কারখানা! অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নিল পুলিশ
