Top NewsWest Medinipur: জমিতে কাজ করতে যাওয়াই হল কাল! আচমকা বজ্রপাতে প্রাণ হারালেন...

West Medinipur: জমিতে কাজ করতে যাওয়াই হল কাল! আচমকা বজ্রপাতে প্রাণ হারালেন কৃষক

নিজস্ব সংবাদদাতাঃ জমিনে চাষের কাজ করতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হলো কৃষকের। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের ভগবান্তপুর-১ গ্রাম পঞ্চায়েতের লাহিরিগঞ্জ এলাকায়। মৃতের নাম লক্ষীকান্ত পান। বয়স ৪২ বছর। 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে লক্ষীকান্ত পান নামে ওই কৃষক চাষের কাজে জমিনে যান। সেই সময় বজ্রপাত সহ প্রবল বৃষ্টি শুরু হয়। আর তখনই বজ্রপাতে মৃত্যু হয় লক্ষীকান্তের। ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্মরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
এদিকে এই ঘটনার খবর পেয়ে চন্দ্রকোনা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।