Top NewsArrested: কেশিয়াড়ি ব্লক কার্যালয়ের হিসাবরক্ষক খুনের ঘটনায় গ্রেফতার তৃণমূলের প্রাক্তন ছাত্রনেতা Arrested: কেশিয়াড়ি ব্লক কার্যালয়ের হিসাবরক্ষক খুনের ঘটনায় গ্রেফতার তৃণমূলের প্রাক্তন ছাত্রনেতা
খড়গপুর: কেশিয়াড়ি ব্লক কার্যালয়ের প্রধান করণিক ও হিসাবরক্ষক খুনের ঘটনায় ধৃত যুবকের পুলিশ হেফাজত হয়েছে। বুধবার ধৃত শিবু রাউলকে খড়গপুর এসিজেএম আদালতে হাজির করা হয়। বিচারকের নির্দেশে ধৃতের তিনদিনের পুলিশ হেফাজত হয়েছে। পুলিশ মৃত প্রধান করণিক অভিষেক গঙ্গোপাধ্যায়ের স্ত্রী শিল্পী চট্টোপাধ্যায় গঙ্গোপাধ্যায়ের একটি অভিযোগের ভিত্তিতে খুনের মামলা দায়ের করেছে। ধৃতের বাড়ি কেশিয়াড়ি থানার বাঘাস্তি গ্ৰাম পঞ্চায়েতের পলাশিয়া গ্ৰামে।
জানা গিয়েছে শিবু কেশিয়াড়ি গভর্নমেন্ট জেনারেল ডিগ্ৰি কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি হয়েছিলেন কলা বিভাগে। তখন তিনি তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত হয়। সেই বছর কলেজের বার্ষিক অনুষ্ঠান নিয়ে ব্যাপক বিতর্ক হয়। সেই বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিলেন এই শিবু রাউল। তবে জেলা নেতাদের আশীর্বাদ ধন্য হয়ে তাঁর পদোন্নতি হয়। তাঁকে তৃণমূল ছাত্র পরিষদের কেশিয়াড়ি গভর্নমেন্ট জেনারেল ডিগ্ৰি কলেজ ইউনিটের সধারন সম্পাদক করা হয় ২০২৪ সালের মার্চ মাসে। তারপর থেকে তিনি আরও বেপরোয়া হয়ে ওঠেন বলে অভিযোগ। যদিও তিনি পরবর্তীকালে ২০২৪ সালে প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। পড়াশোনা ছেড়ে দেন। কিন্তু কলেজে নিয়মিত যাতায়াত ছিল। সংগঠনের কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক হওয়ার সুবাদে রীতিমতো মাতব্বরি করতেন বলে অভিযোগ।
যদিও ওই বছরের নভেম্বরে তাঁকে সংগঠনের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তবে তারপরেও কলেজে তাঁর যাতায়াত ছিল। নিজেকে নেতা হিসাবে জাহির করতেন। এই ব্যাপারে তৃণমূল ছাত্র পরিষদের কেশিয়াড়ি ব্লক সভাপতি দেবাশিস দে বললেন ” ওর সঙ্গে সংগঠনের কারোর কোনও যোগাযোগ ছিল না। ওর আচার আচরণের কারনে সংগঠন থেকে বসিয়ে দেওয়া হয়েছিল।”