নিজস্ব সংবাদদাতাঃ ওজন ২০০ কেজি। লম্বা ১০ ফুট। দিঘার সমুদ্রে আজ বিশাল আকৃতির একটি হাঙর ধরা পড়েছে মৎস্যজীবিদের জালে। মোহনার মাছ বাজারে এটি বিক্রি হয়েছে। যা দেখতে ব্যাপক ভিড় হয়। দেখার জন্য বেশি উৎসাহ দেখা যায় দিঘায় বেড়াতে আসা পর্যটকদেরই। প্রবল উৎসাহে তারা হাঙরটির ছবি তুলতে দৌড়ঝাঁপ শুরু করে দেন। সেলফি তুলতে দেখা যায় ছোটো বড় সকলকেই। এমনিতেই মেঘলা আকাশে শুক্রবার সকাল থেকেই হালকা বৃষ্টি চলছে।
কালো মেঘ আর ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে দিঘার সৈকতে বেড়াতে বেরিয়ে পর্যটকদের যারাই শুনছেন এই বিশাল হাঙরের কথা, তাদের সকলকেই মোহনার মাছ বাজারে হাজির হতে দেখা যায়। বড় হাঙরের সঙ্গে সেলফিও তুলতে দেখা যায় তাদের।
Digha: দীঘা সৈকতে দেখা মিলল বিশালাকৃতির হাঙর,ভিড় জমালো পর্যটক ও স্থানীয় মানুষের
