SBN Digital: ভয় দেখিয়ে নিজের চেয়ে বয়সে বড় মহিলাকে বিয়ে করেছিলেন। তারপরও বয়সে বড় স্ত্রীকে পছন্দ হচ্ছিল না। সেই রাগে স্ত্রীকে গুলি করে খুন করল স্বামী। ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়া থানার কালিবাস এলাকায়। নিহতের নাম মহিলা দফাদার (৩৮)। তাঁকে খুনের অভিযোগে স্বামী হায়দার দফাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে আগেও পুলিশের খাতায় খুন, ধর্ষণের একাধিক অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে। বছর পঁয়ত্রিশের হায়দার কয়েক বছর আগে তাঁর চেয়ে তিন বছরের বড় মহিলা দফাদারকে একপ্রকার ভয় দেখিয়ে বিয়ে করে। সে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতেই থাকত। কিছু দিন ধরে হায়দারের সঙ্গে মহিলার বনিবনা হচ্ছিল না। একইসঙ্গে প্রথম পক্ষের স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করে হায়দার। রাতে ঘর থেকে স্ত্রীকে বের করে শ্যালকের ঘরের সামনে নিয়ে গিয়ে তাঁকে গুলি করে খুন করে হায়দার। তারপর নিজেই নাটক করে গলা ছেড়ে কাঁদতে শুরু করে। রাতে বাড়ির লোকজন বেরিয়ে এসে দেখে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন মহিলা। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে বেথুয়াডহরি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মহিলাকে মৃত ঘোষণা করেন। হায়দার জানায়, বাইরে থেকে দুষ্কৃতীরা গুলি ছুড়ে স্ত্রীকে খুন করে পালিয়েছে। কিন্তু, তদন্তে নেমে পুলিশ জানতে পারে, হায়দার রাতে কান্নাকাটি করার সময়ও তার হাতে বন্দুক ছিল। তাই বাইরে থেকে দুষ্কৃতীদের গুলি ছোড়ার গল্প শোনালেও পুলিশের টানা জেরায় ভেঙে পড়ে সে খুনের কথা স্বীকার করে নেয়।
জানায়, বয়সে বড় স্ত্রীকে তার এই মুহূর্তে পছন্দ হচ্ছিল না। তাই গতকাল রাতে ছক কষে স্ত্রীকে খুন করে। কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) উত্তম ঘোষ বলেন, “আমাদের কাছে খবর আসে ওই সময় হায়দারের হাতে বন্দুক ছিল। তাই ও গল্প ফেঁদেছিল। কিন্তু, জেরার মুখে সে ভেঙে পড়ে খুনের কথা স্বীকার করে নেয়।” এদিন ধৃতকে আদালতে তোলা হলে বিচারক ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
স্ত্রীকে খুন, গল্প ফেঁদেও গ্রেফতার স্বামী
