SBN: শুভেন্দু অধিকারীর কনভয়ের উপর হামলার ঘটনায় রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ, কোচবিহার জেলা তৃণমুল সভাপতি অভিজিৎ দে ভৌমিক-সহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। শুভেন্দুর আইনজীবী অনীশ কুমার মুখোপাধ্যায় মেইল করে কোচবিহারের পুলিশ সুপারের পাশাপাশি কোতয়ালি ও ঘোকসাডাঙা থানায় মঙ্গলবার রাতেই অভিযোগ দায়ের করেছেন।
শুভেন্দুকে খুনের চেষ্টা, ষড়যন্ত্র, গাড়ি ভাঙচুর-সহ একাধিক অভিযোগ রয়েছে। এবার শুভেন্দুর কনভয় হামলার ঘটনায় উদয়ন গুহকে ঘরে ঢুকানোর হুঁশিয়ারি ব্যারাকপুরের বিজেপি নেতা অর্জুন সিং-এর। তিনি বলেন, দল শুধু আমাকে দায়িত্ব দিক। কিভাবে উদয়ন গুহকে ঘরে ঢুকিয়ে রাখতে লাগে সেটা আমি করে দেখিয়ে দেবো। আসাম বাংলা সীমান্তে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীকে মারার চেষ্টা কিভাবে করে তা আমি তাকে বুঝিয়ে দেবো। এর পাল্টা উদয়ন গুহ বলেন, গাড়ি নিয়ে যাওয়ার সময় যখন রাস্তা দু’পাশে কুকুর ঘেউ ঘেউ করতে থাকে। যে পার্থ ভৌমিকের ভয়ে প্যান্ট জামা নষ্ট করে ফেলে। সে নাকি কোচবিহারে এসে উদয়ন গুহকে বাড়িতে ঢোকাবে। হাতি ঘোড়া গেল তল, কোথাকার অর্জুন বলে কত জল।
‘দল দায়িত্ব দিলে উদয়নকে ঘরে ঢোকাব’। হুঁশিয়ারি অর্জুন সিংয়ের
