SBN: রণে ভঙ্গ! ভারত বিক্রমে পিছু হঠল পাকিস্তান। একের পর এক মিসাইল দেশের মাটিতে আছড়ে পড়তেই শেহবাজ শরিফ সুর বদলালেন। আস্ফালন শেষ। রণংদেহী মেজাজ ছেড়ে চাপের মুখে সোজা ভারতের দিকে শান্তির সাদা পতাকা তুললেন। বিকেল ৩টে ৩৫ মিনিটে পাকিস্তান DGMO-র তরফে ভারতের DGMO-র সঙ্গে যোগাযোগ করেন। পাকিস্তানের আর্জিতে সম্মত হল ভারত। দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতে অবিলম্বে সংঘর্ষবিরতির (India Pakistan Ceasefire) সিদ্ধান্ত নেয় ২ দেশ। সাংবাদিক বৈঠক করে সেই সংঘর্ষবিরতির কথা ঘোষণা করলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। বিকেল ৫টা থেকে কার্যকর সংঘর্ষবিরতি। ১২ মে দুপুর ১২টায় ফের দ্বিপাক্ষিক কথাবার্তা। ৩ সেনাপ্রধানকেই সংঘর্ষবিরতির কথা জানিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদেশ সচিব। উল্লেখ্য, আজ দুপুরে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও ৩ বাহিনীর প্রধানদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে বসেন প্রধানমন্ত্রী মোদী। তারপরই জানা যায়, সন্ধ্যা ৬টায় প্রতিরক্ষা ও বিদেশ মন্ত্রকের তরফে যৌথ সাংবাদিক বৈঠক করা হবে। এর কিছু পরই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্স হ্যান্ডেলে এক পোস্টে জানান যে ভারত ও পাকিস্তান দু-পক্ষই যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে। ট্রাম্প ওই টুইটে বলেন, রাতে লম্বা আলোচনা হয়েছে আমেরিকার সঙ্গে।
তারপরই ভারত ও পাকিস্তানে দু-পক্ষই সংঘর্ষবিরতিতে সম্মত হয়েছে। বাস্তববোধ ও সময় উপযোগী এই সিদ্ধান্তের জন্য দুদেশকেই স্বাগত জানাচ্ছি। পাক বিদেশমন্ত্রী ইশাক দারও জানিয়েছেন, তিনি সংঘর্ষবিরতিতে সম্মত।প্রসঙ্গত, চলতি সপ্তাহেই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা বলেছিলেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। আর শুক্রবার পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে কথা বলেন আমেরিকার বিদেশ সচিব। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গেও আলাদা করে কথা বলেন বলে খবর। সেই সময়ই ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমন করতে প্রয়োজেনে আলোচনা জরুরি- এই বার্তা দেন মার্কো। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিয়াভিট বলেন, যত দ্রুত সম্ভব দুই দেশের মধ্যে উত্তেজনার প্রশমন চান প্রেসিডেন্ট।
আমেরিকার বিদেশ মন্ত্রকের মুখপাত্র ট্যামি ব্রুসও এক বিবৃতিতে জানান, শুক্রবার পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে কথা বলেছেন আমেরিকার বিদেশ সচিব। এর আগে চলতি সপ্তাহেই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোন কথা বলেছিলেন মার্কিন বিদেশ সচিব। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গেও আলাদা করে কথা বলেন তিনি।
India-Pakistan: সংঘর্ষ বিরতিতে রাজি ভারত-পাকিস্তান
