নিজস্ব সংবাদদাতাঃ লাইনচ্যুত হয়ে গেল খড়গপুর-হাওড়া গামী লোকাল ট্রেন। অফিস থেকে বাড়ি ফেরার পথে চরম দুর্ভোগে পড়তে হল যাত্রীদের। জানা গিয়েছে, আজ সময় বিকেল প্রায় ৫ টা খড়গপুর থেকে মালগাড়ি ইঞ্জিনের সঙ্গে লাগিয়ে লোকাল ট্রেনের নতুন একটি বগিকে নিয়ে যাওয়া হচ্ছিল হাওড়ার দিকে। পাঁশকুড়া স্টেশনে ঢোকার মুখে লাইন বদল করার সময়ে ঘটল বিপত্তি। পাঁশকুড়া স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে থেকে তিন নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছিল ট্রেনটি। হঠাত্-র মাঝের বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। তবে গতি খুব কম থাকার কারণে বড়সড় দুর্ঘটনা ঘটেনি।
ফলে আপ লাইনে বন্ধ রাখতে হয় ট্রেন চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা। শেষ খবর অনুযায়ী, লাইনচ্যুত কামরাটিকে সরানোর কাজ চলছে। প্রাথমিক তদন্তে অনুমান, নতুন রেলে যান্ত্রিক ত্রুটির কারণেই এই বিপত্তি।
পাঁশকুড়ায় খড়গপুর-হাওড়া গামী লোকাল লাইনচ্যুত, ব্যাহত পরিষেবা
