SBN Digital: দাসপুরের পলাশপাই নদীর পাড়ে লাল আবিরে মাতলো সাত মৌজার মানুষ। দাসপুরের চকসুলতান সমবায় সমিতির নির্বাচণে ৪১ টি আসনেই জয়ী হলেন বাম গণতান্ত্রিক প্রগতিশীল সমবায় বাঁচাও মঞ্চের প্রার্থীরা। রবিবার সাত সকালে ভোট পর্ব শুরুর দুই ঘন্টা আগেই মানুষ জোট বদ্ধ হয়ে লাইনে দাঁড়িয়ে পড়েন। এই ভোট হওয়ার কথা ছিলো গত ১৫ জুন। তৃণমূল ৪১ টি আসনের ৭টিতে মনোনয়ন জমা করতে পারেনি। তারপর ভোট বন্ধ করার নোটীশ সাঁটিয়ে দেয় সমবায় দপ্তরে। সেই খবরে ছড়িয়ে স্থানীয় মানুষ বিক্ষোভ দেখায়। ১৭ জুলাই হাইকোর্টে পুলিশ প্রশাসনকে উপস্থিত হয়ে হলফনামা দিয়ে শান্তিপূর্ণ নির্বাচন করার প্রতিশ্রুতি দিতে হয়। আজ রবিবার সেই নির্বাচন হয়। দাসপুর -২ ব্লকের চক সুলতান মেহনতী সমবায় সমিতির নির্বাচনে ৪১টি আসনেই নির্বাচিত হয় সমবায় বাঁচাও মঞ্চের প্রার্থীরা। এখানে যে ৩৪ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হয় তাতে তৃণমূল প্রার্থীদের প্রাপ্ত ভোট ১৭ থেকে ২৮ এর মধ্যে। প্রগতিশীল প্রার্থীদের জয়ের ব্যাবধান ২১৯ থেকে ২৮৮ টি ভোটের। এই জয় ঘোষনার পর সাধারণ মানুষের বক্তব্য স্বাভাবিক ভোট হলে বামরাই জয়ী হবে প্রত্যাশা ছিলো। কারন এলাকার মানুষ এক কাট্টা হয়েছিলো তৃণমূলের বিরুদ্ধে, ওরা কায়দা করে দখল নিতে চেয়ে ছিলো।
হাইকোর্টের নির্দেশ মতো কড়া পুলিশি নজরদারি ১৫ টি সিসি ক্যামেরায়, সশস্ত্র পুলিশ বাহিনী। শেষ হয় ভোট। এই বিপুল জয়ে এলাকার সংগ্রামী জনগণ কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিপিআইএম এর সোনাখালি এরিয়া কমিটির সম্পাদক অমল ঘোড়ই এবং জেলা কমিটির সদস্য রনজিত পাল সহ সমর মুখার্জি। এলাকার সাতটি মৌজায় জুড়ে বিজয় মিছিল হয় জয়ী ৪১ জন কে সামনে রেখে।
West Medinipur: সমবায় সমিতির ভোটে তৃণমূলকে হারিয়ে বাজিমাত বামেদের
