Top Newsদশমীতে বন্ধ থাকবে মদের দোকান! কেন ?

দশমীতে বন্ধ থাকবে মদের দোকান! কেন ?

SBN Digital: বিজয়া দশমীতে বিকেল পাঁচটার পর বন্ধ রাখতে হত দোকান। ২০১৬ সাল থেকে এই ‘ড্রাই ডে’র নিয়ম পুরোপুরি উঠে যায়। এবারে বিজয়া দশমী পড়েছে ২রা অক্টোবর। ওইদিন আবার গান্ধী জয়ন্তীও। ড্রাই ডে হওয়ার কারণেই সেদিন গোটা রাজ্য জুড়েই বন্ধ থাকবে মদের দোকান। অর্থাৎ পুজোর গতে একদিনের জন্য থামকাবে পেগ তোলার আসর। ফলে অষ্টমীতেই আগাম স্টক তুলে রাখতে হবে সুরাপ্রেমীদের। শহরের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই মদের দোকানে লম্বা লাইন।