Top NewsDebra News: রাস্তা সংস্কারের দাবিতে টায়ার জ্বালিয়ে তুমুল বিক্ষোভ স্থানীয়দের, পরিস্থিতি নিয়ন্ত্রণে...

Debra News: রাস্তা সংস্কারের দাবিতে টায়ার জ্বালিয়ে তুমুল বিক্ষোভ স্থানীয়দের, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী

SBN Digital:দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা মেরামতের জন্য গ্রামবাসীরা আবেদন জানিয়ে আসছে গ্রাম পঞ্চায়েত অফিসে। এমনকি বিষয়টি জানানো হয়েছিল  ব্লক অফিসেও। কিন্তু তারপরও কোনও কাজ হয়নি। রাস্তার অবস্থা দিনের পর দিন আরও বেহাল হয়েছে। তার উপর বৃষ্টি হলে ওই রাস্তা দিয়ে চলাচল করা দুষ্কর হয়ে পড়েছে। রাস্তার হাল ‘বেহাল’, সঠিক সময়ে হাসপাতালে পৌঁছতে না পারায় একই এলাকার দু’জনের।

প্রসঙ্গত, গত কয়েক মাসে আগে ডেবরা ব্লকের ৯ নম্বর ষাঁড়পুর লোয়াদা গ্রাম পঞ্চায়েতের কাঁকড়া এলাকায় জামাইষষ্ঠীতে গিয়ে শ্বশুরবাড়িতে অসুস্থ হয়ে পড়েন মৃত্যু হয় বাদল মাণ্ডি(৪০) ব্যক্তি। শ্বশুরবাড়ির সদস্যরা তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়। কিন্তু, বেহাল রাস্তার জন্য গ্রামের ভিতরে কোনও অ্যাম্বুলেন্স ঢুকতে চায়নি। এরপর খাটিয়া করে বাদলবাবুকে বড় রাস্তায় নিয়ে যাওয়ার পরিকল্পনা নেওয়া হয়। লোকজন জোগাড় করতেও বেশকিছু সময় নষ্ট হয়। এরপর খাটিয়ায় বড় রাস্তায় নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই বাদলবাবুর মৃত্যু হয়। 
ঘটনার কয়েক মাস কাটতে না কাটতেই গতকাল (১৮.০৭.২০২৫) বৃহস্পতিবার ভোরবেলা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বছর দুয়েকের সুস্মিতা মুর্মু। সে ডেবরা ব্লকের ৯ নম্বর ষাঁড়পুর লোয়াদা গ্রাম পঞ্চায়েতের কাঁকড়া মোহনপুর গ্রামের বাসিন্দা। তড়িঘড়ি তাকে উদ্ধার করে কাদা-মাখা রাস্তা দিয়ে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত্যু বলে ঘোষণা করে। এদিকেই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বিজেপির পঞ্চায়েত অভিজিৎ সিং যেতেই স্থানীয় বাসিন্দারা রাস্তা কেন হয়নি? এই কৈফত চেয়ে তাকে প্রায় পাঁচ ঘন্টার বেশি সময় ধরে গাছে দড়ি দিয়ে বেঁধে রেখে বিক্ষোভ দেখায়। তারপর ডেবরা থানার পুলিশের প্রচেষ্টায় ওই বিজেপি পঞ্চায়েতকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। তারপর থেকেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। 
অবশেষে বেহাল রাস্তার হাল ফেরাতে জোরালো আন্দোলনের পথ বেছে নিলেন স্থানীয় বাসিন্দারা।পঞ্চায়েত অফিসের সামনে টায়ার জ্বালিয়ে আষাড়ি- লোয়াদা রাজ্য সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীদের অভিযোগ,কাঁকড়া মোহনপুর রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে দীর্ঘদিন। বারবার দাবি করা সত্ত্বেও কোন ব্যবস্থা নেয়নি প্রশাসন। বেহাল রাস্তার কারণে বারবার দুর্ঘটনা ঘটছে। এমনকি বেহাল রাস্তায় অ্যাম্বুলেন্স না ঢোকায় অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যুর ঘটনা ঘটেছে। তারপরেও ভ্রুক্ষেপ নেই প্রশাসনের। এরপরই বিক্ষুব্ধ গ্রামবাসীরা রাস্তার উপর টায়ার জ্বালিয়ে দফাই দফায় বিক্ষোভ শুরু করে। রাজ্য সড়ক অবরোধের জেরে যানজট সৃষ্টি হয়। তাদের একটাই দাবি প্রধান গ্রাম পঞ্চায়েত থেকে নেমে এসে রাস্তা তৈরি করার প্রতিশ্রুতি দিতে হবে।
এদিকে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় ডেবরা জয়েন বিডিও দেবাশীষ বিশ্বাস সহ বিশাল পুলিশ বাহিনী। এদিকে পুলিশ বাহিনী পৌঁছানোর পর পুলিশের সঙ্গে তর্ক-বিতর্কের জড়িয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। পরবর্তীতে জয়েন বিডিও- পুলিশ প্রশাসনের আশ্বাসে প্রায় দু’ঘণ্টা পর অবশেষে অবরোধ তোলেন গ্রামবাসীরা।