Top NewsSubhendu Adhikari: ২১ জুলাই ডিম ভাতের মঞ্চে দেখতে পাবেন কেষ্ট মন্ডকে, তার...

Subhendu Adhikari: ২১ জুলাই ডিম ভাতের মঞ্চে দেখতে পাবেন কেষ্ট মন্ডকে, তার পাশে মমতা ব্যানার্জি দাঁত কেলিয়ে থাকবে! কটাক্ষ শুভেন্দু অধিকারীর

SBN Digital: একুশে জুলাই ডিম ভাতের মঞ্চে দেখতে পাবেন কেষ্ট মন্ডলকে, তার পাশে মমতা ব্যানার্জির দাঁত কেলিয়ে থাকবে খড়গপুরে কন্যা সুরক্ষা যাত্রায় গিয়ে কটাক্ষ শুভেন্দু অধিকারীর। প্রসঙ্গত, মঙ্গলবার বিকেলে শুভেন্দুর অধিকারীর নেতৃত্বে খড়গপুরের মালঞ্চ এলাকায় ‘কন্যা সুরক্ষা যাত্রা’ হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন,কসবা কলেজে যখন ছাত্রী ধর্ষিতা হয়। আজকে দুই সপ্তাহ হয়ে গেল এই ঘটনায় মুখ্যমন্ত্রীর মুখে একটাও শব্দ নেই। কেন ধর্ষকরা আজকে এত মাথায় উঠছে। 
এটা কার জন্য হলো? মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষকদের আড়াল করে। এদিকে অনুব্রত মন্ডলকে নিয়ে বলেন, মমতা ব্যানার্জির প্রিয় ভাই যার মাথায় অক্সিজেন কম যায়। বীরভূমের এসপি-ডিএমকে বলে কেষ্ট যা বলবে শুনতে হবে। যার সঙ্গে কুড়ি-বাইশজন করে পুলিশের সিকিউরিটি থাকে। রাজ্য সরকারের বীরভূমে দীর্ঘদিন জেলা সভাপতি ছিলেন অনুব্রত মণ্ডল। তিনি মদ্যপ অবস্থায় বোলপুর থানার আইসির স্ত্রী ও মাকে ধর্ষণের হুমকি দেন। একবার নয় পাঁচবার বলে, তারপরেও কেষ্ট মন্ডল গ্রেফতার হয় না। কেষ্ট মন্ডলকে এসডিপিও ডেকে চা-কফি খাইয়ে ছেড়ে দেয়। এখনো আটজন সিকিউরিটি AK-47 নিয়ে এই প্রকাশ্যে বলা নেতা ধর্ষণকারীকে পাহারা দিচ্ছে? ইনি তৃণমূলের সম্পদ। 
‘২১ সে জুলাই ডিম ভাতের মঞ্চে দেখতে পাবেন কেষ্ট মন্ডল থাকবে। তার পাশে মমতা ব্যানার্জি দাঁত কেলিয়ে থাকবে। এই কেষ্টকেই দেখে মনজিৎ মিশ্ররা উৎসাহিত। তাই নিস্তার একটাই মমতা ব্যানার্জিকে প্রাক্তন করতে হবে। মেদিনীপুর পারবে! প্রশাসনিকভাবে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বিভক্ত হতে পারে। কিন্তু লড়াইতে আমরা এক মেদিনীপুরের লোক। পাশাপাশি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় প্রশ্ন বিতর্ক নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, এই মেদিনীপুরকে ছোট করতে পারবেন না। “আপনার কোশ্চেন সেটাররা” বিপ্লবীদের সন্ত্রাসবাদী বলছে এই হচ্ছে তৃণমূলের আসল চরিত্র।