রাজ্যPaschim Medinipur: মেদিনীপুর মেডিক্যাল কলেজে চিকিৎসায় গাফলতিতে রোগীমৃত্যুর অভিযোগ

Paschim Medinipur: মেদিনীপুর মেডিক্যাল কলেজে চিকিৎসায় গাফলতিতে রোগীমৃত্যুর অভিযোগ

SBN NEWS DIGITAL: চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যু হয়েছে এই অভিযোগে হাসপাতাল সুপার গিয়েছে লিখিতভাবে অভিযোগ জানালো মৃতের পরিবার। শেখ রমজান নামে খড়গপুরে এক বাসিন্দা বুধবার ভর্তি হয়েছিলেন রাতে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। অভিযোগ চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয়েছে রমজানের। বৃহস্পতিবার সকালে মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে হাসপাতালে উত্তেজনা সৃষ্টি হয়। মৃতের ছেলে শেখ শাহরুখ বলেন, “বাবাকে বুধবার রাত ১১ টায় ভর্তি করা হয়েছিল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। ভর্তির পর থেকে সিস্টারদের দুর্ব্যবহার সহ্য করতে হয়েছে। হাতের চ্যানেল খুলে যাওয়ার বিষয়টি জানাতে গেলে দুর্ব্যবহার করে। এমনকি অক্সিজেন দেওয়া হয়নি। দোষীদের শাস্তির দাবি জানিয়ে হাসপাতাল সুপারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন শেখ শাহরুক। ওই ঘটনার বিষয়টি জানতে পেরেই হাসপাতাল সুপার তড়িঘড়ি মিটিং ডাকেন। মৃত রোগীর সম্পর্কে খোঁজ খবর নেন। অভিযোগ জমা পড়ায় তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কিডনির রোগে অসুস্থ ওই রোগীর বাইরে ডায়ালিসিস করার পর রাতে ভর্তি হয়েছিল। রক্তপ্লাবতার সমস্যা রয়েছে। হাসপাতাল সুপার জয়ন্ত রাউত বলেন, “রোগী মৃত্যুকে কেন্দ্র করে একটি অভিযোগ জমা পড়েছে। তদন্ত কমিটি গঠন করা হয়েছে তাদের রিপোর্টের অপেক্ষায় রয়েছি।”