Top NewsBelda News: চলন্ত ট্রেনের মধ্যে কন্যা সন্তানের জন্ম দিলেন মা, সহায়তায় এগিয়ে...

Belda News: চলন্ত ট্রেনের মধ্যে কন্যা সন্তানের জন্ম দিলেন মা, সহায়তায় এগিয়ে এলেন রেলকর্মীরা

নিজস্ব সংবাদদাতাঃ ট্রেনে প্রসব বেদনা। ট্রেনের মধ্যে সন্তানের জন্ম দিলেন মা। সহায়তা করতে এগিয়ে এলেন রেলের কর্মীরা। জানা গিয়েছে, আসামের এক বাসিন্দা বছর ২১-এর শাহাহা বানু দেবী পরিবারের সদস্যদের সঙ্গে ব্যাঙ্গালোর থেকে গুয়াহাটি এক্সপ্রেসে বাড়ি যাচ্ছিলেন। তিনি গর্ভবতী ছিলেন। আজ শুক্রবার সকালে চলন্ত ট্রেনে শাহাহা বানু দেবীর প্রসব যন্ত্রণা শুরু হয়। পরিস্থিতি খারাপ দেখে পরিবারের সদস্যরা ট্রেনে থাকা আরপিএফ কর্মীদের জানান।
কিন্তু সময় কম থাকায় মহিলাকে ট্রেন থেকে অন্যত্র স্থানান্তরিত করা সম্ভব হয় না। এক্সপ্রেস ট্রেনের মধ্যেই ফুটফুটে কন্যা সন্তানের জন্মদেন শাহাহা বানু দেবী। খবর পেয়ে ট্রেনে থাকা টি টি আই ওই প্রসূতি মায়ের কাছে ছুটে আসে। পরবর্তীতে গুয়াহাটি এক্সপ্রেস ট্রেনটিকে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে রাখা হয়। আসেন রেলের আধিকারিকরা।
অবশেষে রেল কর্মীরা সদ্যজাত শিশু এবং তার মা’কে নিয়ে ট্রেনের কামরা থেকে বেরিয়ে আসেন। প্লাটফর্মের পাশে অ্যাম্বুল্যান্স ও স্ট্রেচারের ব্যবস্থা করা হয়। রেল পুলিশ ও ট্রেনে থাকা যাত্রি-স্থানীয়দের সহযোগিতায় কন্যা সন্তান ও প্রসূতি মাকে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মা- মেয়ে দু’জন এখন সুস্থ আছে।