SBN Digital: পরকীয়ার টানে বছরদুয়েকের মেয়েকে নিয়ে প্রেমিকের হাত ধরে বাড়ি ছেড়েছিলেন বধূ। কিন্তু, প্রেমিক শর্ত দিয়ে বসে যে সে প্রেমিকার সন্তান নিয়ে ঘর করতে পারবে না। তাকে সরিয়ে দিতে হবে। অগত্যা, পরকীয়ার কাঁটা সরাতে নিজের সন্তানকে শ্বাসরোধ করে খুন করল মা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পলাশিপাড়া থানার ধাওয়াপাড়া গ্রামে। ঘটনার পর ডায়েরিয়ায় শিশুমৃত্যুর গল্প ফেঁদেও শেষরক্ষা হল না। প্রেমিকের কাকার লিখিত অভিযোগের ভিত্তিতে বধূ ও তার প্রেমিককে গ্রেপ্তার করেছে পলাশিপাড়া ও থানা। ধৃতরা হল, মিনা খাতুন (২৪) রাহুল শেখ (৩৩)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধাওয়াপাড়া গ্রামের বাসিন্দা রাহুল আগে তিনটি বিয়ে করেছিল, তার একাধিক সন্তান আছে।
তবে, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্ত্রী এবং তাদের সন্তানদের সকলকেই সে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ। সম্প্রতি দক্ষিণ চব্বিশ পরগনার উস্তি থানার উত্তরকুসুম দক্ষিণপাড়ায় কাজে গিয়ে রাহুলের পরিচয় হয় গৃহবধূ মিনা খাতুনের সঙ্গে। সেখানে তাঁদের ঘনিষ্ঠতা বাড়ে। দিনসাতেক আগে প্রেমিকের সঙ্গে ঘর বাঁধার আশায় দু’বছরের কন্যাসন্তান লামিয়া খাতুনকে সঙ্গে নিয়ে স্বামীর ঘর ছেড়ে রাহুলের সঙ্গে পলাশিপাড়ায় চলে আসেন মিনা। সেখানে একসঙ্গে থাকতে শুরু করেন। বুধবার সন্ধ্যায় তাঁরা পরিবার ও প্রতিবেশীদের জানায়, ডায়েরিয়া হয়ে তাঁর মেয়ে লামিয়ার মৃত্যু হয়েছে। কিন্তু পরিবারের সদস্যদের সন্দেহ হয়, তাকে খুন করা হয়েছে। কারণ, বুধবার বিকেলেও শিশুটিকে খেলা করে বেড়াতে দেখেছিলেন প্রতিবেশী ও পরিবারের সদস্যরা। সন্দেহ হওয়ায় তাঁরা পলাশিপাড়া থানায় খবর দেন। পুলিশ এসে বাড়ি থেকে শিশুটির দেহ উদ্ধারের পাশাপাশি রাহুল ও মিনাকে আটক করে থানায় নিয়ে যায়। জেরায় পুলিশের কাছে তারা খুনের কথা স্বীকার করে। এরপর রাহুলের কাকা লালন শেখের অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, রাহুল মিনাকে শর্ত দিয়েছিল যে তার সন্তানকে নিয়ে সংসার করতে পারবে না। শিশুকন্যাকে সরিয়ে দিতে পারলে তবেই তাকে বিয়ে করে সংসার করবে। এই অবস্থায় স্বামীর কাছে ফিরে যাওয়ারও উপায় ছিল না মিনার। বাধ্য হয়েই প্রেমিকের শর্ত মেনে বুধবার সন্ধ্যায় নিজের কন্যাসন্তানকে শ্বাসরোধ করে খুন করে সে। এরপর ডায়েরিয়া হয়ে মৃত্যু হয়েছে বলে গল্প ফাঁদে। বৃহস্পতিবার ধৃতদের তেহট্ট মহকুমা আদালত তোলা হলে বিচারক ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।
পরকীয়ার কাঁটা সরাতে নিজের সন্তানকে শ্বাসরোধ করে খুন করল মা
