Top NewsDebra News: চোলাই পাচারের সময় যুবকের রহস্য মৃত্যু! কাঠগড়ায় আবগারি দপ্তর, জাতীয়...

Debra News: চোলাই পাচারের সময় যুবকের রহস্য মৃত্যু! কাঠগড়ায় আবগারি দপ্তর, জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ আদিবাসী সমাজের

SBN Digital: চোলাই পাচারের সময় আবগারি দফতরের হাতে ধরা পড়া এক যুবকের মৃত্যুর ঘটনায় ব্যাপক রহস্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে ডেবরা থানা এলাকায়। মৃতের নাম ডাক্তার সোরেন (২৭)।  বাড়ি ডেবরা থানার লোয়াদা – ষাঁড়পুর গ্ৰাম পঞ্চায়েতের অনন্তবাড় এলাকায়। তবে অভিযোগ উঠেছে ধৃত যুবকের মৃত্যু হয়েছে মারধরের কারনে। যদিও এই ব্যাপারে আবগারি দফতর মুখে কুলুপ এঁটেছে। আবগারি দফতরের জেলা সুপার থেকে শুরু করে ডেবরা ওসিকে ফোন করা হলেও কেউ ফোন ধরেননি। এদিকে যুবকের মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ আদিবাসী সমাজের মানুষ মঙ্গলবার বিকাল থেকে ডেবরা হরিমতি স্কুলের কাছে ১৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। ফলে জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধ স্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পরে অবশ্য পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। জানা গিয়েছে সোমবার ভোরে গাড়ির টিউবে চোলাই মদ নিয়ে বাড়ি থেকে বাইক চালিয়ে এই যুবক পূর্ব মেদিনীপুরের দিকে যাচ্ছিলেন। পথের মাঝে লোয়াদা সেতুর কাছে আবগারি দফতরের কর্মীরা তাঁকে পাকরাও করেন। বাইক থেকে নামিয়ে তাঁকে আবগারি দফতরের গাড়িতেও তোলা হয়। তার কিছুক্ষণ পর যুবক জখম হয়ে অসুস্থ হয়ে পড়েন। তৎক্ষণাৎ তাঁকে ডেবরা সুপার স্পেশ্যালিস্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে রেফার করা হয়। সেখানে নিয়ে যাওয়ার পথে যুবকের মৃত্যু হয়। এই মৃত্যুর খবর পৌঁছানোর পর লোয়াদা সহ ডেবরার বিভিন্ন এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। অভিযোগ ওঠে আবগারি দফতরের কর্মীদের মারধরের কারণে যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে যুবকের মৃতদেহ ময়নাতদন্ত হয়েছে।