Top NewsEXCLUSIVE:‌ অনুমোদনহীন বাইক মিছিল আটকাল নারায়ণগড় থানার পুলিশ,‌ হুঁশিয়ারি মেদিনীপুর লোকসভা কেন্দ্রের...

EXCLUSIVE:‌ অনুমোদনহীন বাইক মিছিল আটকাল নারায়ণগড় থানার পুলিশ,‌ হুঁশিয়ারি মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের

SBN NEWS EXCLUSIVE: সরকারি অনুমোদনের তোয়াক্কা না করে সারাদিন ধরে লাগাতার দলীয় কর্মসূচি বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের। এবার প্রশাসনের কড়া নির্দেশিকা উপেক্ষা করে বাইক মিছিল আটকাল পুলিশ। 

ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয় পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় বিধানসভার অন্তর্গত গ্রহরাতপুর পাটনা এলাকায়। বিজেপির কর্মসূচির কোনও অনুমোদন ছিল না। ফলে আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হয় পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো পুলিশ ও বিজেপি কর্মীদের সঙ্গে বচসা শুরু হয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করতে হয় ঘটনাস্থলে।

সূত্রে জানা গিয়েছে, আজ শনিবার সকাল থেকে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের নেতৃত্বে নারায়ণগড় বিধানসভা এলাকার রানীসরাই,খাকুড়দা,বড়মোহনপুর, গুড়দোলা সহ বিভিন্ন এলাকায় বিজেপির বাইক র‍্যালি শুরু হয়। বাইক র‍্যালি প্রহরাতপুর পাটনা এলাকায় পৌঁছলে নারায়ণগড় থানার পুলিশ ও খড়গপুর এসডিপিও ধীরাজ ঠাকুর অগ্নিমিত্রার বাইক র‍্যালি আটকায়।

পাশাপাশি পুলিশ অন্য পথ কুসবসান এলাকা দিয়ে বাইক র‍্যালি নিয়ে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু তাতে রাজি হয়নি বিজেপি কর্মীরা। দীর্ঘক্ষণ পুলিশ এবং বিজেপি কর্মীদের সঙ্গে বচসা শুরু হয়। পরবর্তীতে পুলিশ অবশ্যই বিজেপি প্রার্থীকে না আটকে যাওয়ার অনুমতি দেয়।

অন্যদিকে এই ঘটনায় বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল হুঁশিয়ার দিয়ে বলেন, এই রাস্তার উপরে তৃণমূলের একটি মিটিং হচ্ছে। সেই মিটিং হচ্ছে বলে পুলিশ বলছে এই রাস্তা দিয়ে যেতে দেবে না। এই রাস্তাটাই আমাদের যাওয়ার রাস্তা”, এখন পুলিশ বলছে যেতে দেওয়া যাবে না। আমি বেশি কিছু বলিনি,মেনে নিচ্ছি সব। সাংসদ হয়ে যায় সব লিখে রাখবো।