SBN Digital: উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দালালরাজ যে অব্যাহত তা ফের প্রমাণিত। ফের এক যুবককে গ্রেপ্তার করে সেই চক্রের পর্দা ফাঁস করল পুলিশ। ধৃত যুবকের নাম রাজ রায়। ধৃত ভক্তিনগর থানার অন্তর্গত শালুগাড়া এলাকার বিবেকানন্দ পল্লীর বাসিন্দা। এই ঘটনায় মেডিক্যালে শোরগোল পড়ে যায়। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রমরমা দালাল চক্রের অভিযোগ দীর্ঘদিনের। রোগী তা নিয়ে বারবার সরবও হয়েছেন রোগী ও তাঁদের পরিজনরা। অভিযোগ, তারপরেও মেডিক্যাল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে উদাসীন ছিল। যদিও তারা দাবি করে, পুলিশি তৎপরতা, বাড়তি নজরদারি এবং সচেতনতা প্রচারের পর দালালদের দৌরাত্ম্য কমেছে। কিন্তু সেই দাবি যে কতটা অন্তঃসারশূন্য তা প্রমাণিত হল ফের। হাসপাতালে চিকিৎসকের পরিচয় দিয়ে দালাল চক্র চালানোর অভিযোগে ওই যুবককে গ্রেপ্তার করল পুলিশ।
জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই দূরদূরান্ত থেকে চিকিৎসার জন্য আসা রোগীদের কাছে নিজেকে চিকিৎসক বলে দাবি করে নানাভাবে পরিষেবা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে টাকা আদায় করত অভিযুক্ত। শনিবার এক রোগীর পরিবারের কাছ থেকে টাকার বিনিময়ে এক্স-রে করিয়ে দেওয়ার প্রলোভন দেখায় ওই যুবক। কিন্তু অভিযোগ টাকা নেওয়ার পরেও এক্স-রে করাতে ব্যর্থ হয় সে। এরপরেই তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে মেডিক্যাল ফাঁড়ির পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। পরে তাকে মাটিগাড়া থানায় নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সুপার সঞ্জয় মল্লিক বলেন, “দালালদের নিতে আমরা সচেতনতা প্রচার করে থাকি।
মেডিক্যালে বিভিন্ন জায়গায় বোর্ড লাগানো রয়েছে দালালদের বিরুদ্ধে। আগের থেকে অনেকটাই কমেছে এই দালালরাজ। তবুও সকলকে অনুরোধ চিকিৎসা করাতে এলে হাসপাতালের বহির্বিভাগে কথা বলুন। অন্য কারও সঙ্গে নয়। পুলিশকে বলার পর তারাও বেশ তৎপর।” ধৃতকে জিজ্ঞাসাবাদ করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এর সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
উত্তরবঙ্গ মেডিক্যালে দালালচক্র, ভুয়া ডাক্তারিতে গ্রেপ্তার যুবক
