নিজস্ব প্রতিনিধিঃ মুখ্যমন্ত্রীর পরিদর্শনের একদিন পর আজ অর্থাৎ বৃহস্পতিবার জলমগ্ন ঘাটালে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে আজ ঘাটালে বানভাসি মানুষদের সঙ্গে নিয়ে প্রতিবাদে অংশ নেবেন শুভেন্দু অধিকারী। ঘাটাল কলেজ মোড় থেকে শুরু হবে প্রতিবাদ মিছিল। এবং সেই মিছিল শেষ হবে শিলাবতী নদীর পাড়ে। সেখানে একটি সভা করা হবে। এবং সেই সভা থেকে তিনি বক্তব্য রাখবেন বলে জানা গিয়েছে।