নিজস্ব প্রতিবেদক: হুগলী জেলার পান্ডুয়া থানার অন্তর্গত তিন্না নেতাজী পল্লীতে বোম বিস্ফোরণ। ঘটনায় মৃত এক শিশু সহ আহত ২ শিশু। আহতদের ইতিমধ্যে চিকিৎসার জন্য চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পান্ডুয়া থানার পুলিশ আধিকারিকরা।
Top NewsBREAKING: পান্ডুয়ায় বোমা `বিস্ফোরণ`! মৃত ১ সহ আহত ২