Top News'প্রেমিক' বিবাহিত জানতে পেরে আত্মঘাতী পলিটেকনিকের ছাত্রী

‘প্রেমিক’ বিবাহিত জানতে পেরে আত্মঘাতী পলিটেকনিকের ছাত্রী

SBN Digital: ‘প্রেমিক’ বিবাহিত। আর তা জানতে পেরেই আত্মহত্যার চরম সিদ্ধান্ত নেয় জলপাইগুড়ির পলিটেকনিকের ছাত্রী! প্রাথমিক তদন্তে এই তথ্য মিলতেই ওই ছাত্রীর আত্মহত্যার ঘটনায় কোচবিহারের শীতলকুচির বাসিন্দা এক যুবক এবার পুলিশের নজরে। ওই যুবকের নামে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছে মৃত ছাত্রীর পরিবার। পাশাপাশি উদ্ধারে গিয়ে আহত হয়ে পুলিশের হাতে আটক তিন ছাত্রের কাছে ক্ষমা প্রার্থনা করে মৃতের পরিবার। ওই তিন ছাত্রকে ছেড়ে দেয় পুলিশ। সন্ধ্যায় হোয়াইটঅ্যাপের স্ট্যাটাসে ‘আত্মহত্যার’ কথা জানিয়ে আত্মঘাতী হয় জলপাইগুড়ির রঙধামালির বাসিন্দা পলিটেকনিক কলেজের সেকেন্ড সেমিস্টারের ছাত্রী কেয়া রায়। সেই মেসেজ দেখে বান্ধবীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয় সহপাঠী তিন ছাত্র। রাতেই তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। ওই ছাত্রীর পরিবারের তরফে কোচবিহারের শীতলকুচির বাসিন্দা পরিমল বর্মন নামে এক যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ ওই যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ছাত্রীর। জানা গিয়েছে, ওই যুবক বিবাহিত। আর ‘প্রেমিক’ বিবাহিত জানতে পেরেই এই আত্মহত্যার ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশ ও পরিবারের। কাকা বাবলু রায় জানান, “এমন ঘটনা ঘটতে পারে কখনো কল্পনাও করতে পারেননি আমরা। ভাইঝির যে প্রেমের সম্পর্ক ছিল তাও জানতাম না। গতকাল তিন ছাত্র বাড়িতে আসার পরেই আত্মহত্যার বিষয়টি জানতে পারি।” স্বাভাবিক ভাবেই ওই তিন ছাত্রের জন্যই এই ঘটনা এবং এরা তথ্য প্রমাণ লোপাটের জন্য এসেছে এমনটাই অনুমান করা হয়েছিল বলে জানায় মৃতের পরিবার। পরে আস্তে আস্তে ভুল ভাঙে। তাঁরা জানতে পারেন ওই ছাত্রীর সঙ্গে কোচবিহারের শীতলকুচির যুবক পরিমল বর্মনের সম্পর্ক ছিল। তবে, পরবর্তিতে ওই যুবক বিবাহিত বলে জানতে পারার পর হতাশা থেকেই এই ঘটনা বলে মনে করছে মৃতের পরিবার।
এদিকে, পলাতকা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান প্রধান হেমব্রম জানান, “গত রাতে তিন ছাত্রের সঙ্গে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখ জনক। ওই তিন ছাত্র প্রকৃত বন্ধুর দায়িত্ব পালন করতে এসে ছিলেন। হোয়াইটঅ্যাপে স্ট্যাটাস দেখে বান্ধবীকে বাঁচাতে এসেছিলেন। লোকজন ভুল ভেবে ওঁদের ওপর চড়াও হয়। এটা ভুল হয়েছে।”কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত বলেন, “মৃতের পরিবারের তরফে শীতলকুচির এক যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। প্রয়োজনীয় পদক্ষেপ শুরু করা হয়েছে। পাশাপাশি তিন ছাত্রকে ক্লিন চিট দেওয়ায় তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।”