আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা
SBN Digital: উল্টোরথের দিনে সকাল থেকেই আকাশের মুখ ভার।আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা বর্তমানে কলকাতার উপর দিয়ে অতিক্রম করছে, যার জেরে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের ৮ জেলাতে বেশি বৃষ্টি। ভারী বৃষ্টির সতর্কতা বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, নদীয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। তবে রবিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা।