নিজস্ব প্রতিনিধিঃ স্কুল না গিয়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়াই হলো কাল। ড্যামে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল এক ছাত্রের। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গুড়গুড়িপাল থানার আমরাতলা এলাকায়। মৃত ছাত্রের নাম অংশু দাস। মেদিনীপুর শহরের কলেজিয়েট স্কুলের ছাত্র ছিলেন তিনি। বাড়ি মেদিনীপুর শহরের হবিবপুর এলাকায়।
জানা গিয়েছে, আজ স্কুল না গিয়ে পাঁচজন ছাত্র মিলে গুড়গুড়িপাল থানার অন্তর্গত আমরাতলা এলাকার জঙ্গলে ঘুরতে গিয়ে সেখানে ড্যামে বন্ধুদের নিয়ে স্নান করতে নামে অংশু দাস। ড্যাম্মের জলে নেমে মজা করার সময় হঠাৎই অংশু জলে তলিয়ে যায়। যদিও তার বন্ধুরা জানিয়েছে সাঁতার না জানায় নিজেকে সামলাতে না পেরে জলে তলিয়ে গিয়েছে।
এই ঘটনার খবর জানাজানি হতেই স্থানীয় বাসিন্দা ও পুলিশের প্রচেষ্টায় অচৈতন্য অবস্থায় অংশুকে দুপুরে মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এদিকে এই ঘটনার পর পুলিশ বাকি চার ছাত্রকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
WEST MEDINIPUR: বন্ধুদের সঙ্গে ড্যামে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু ছাত্রের
