SBN NEWS DIGITAL: কাউন্সিলর ভোটে জিতেছেন এবারেও জিতবেন! তিনি হলেন হিরন্ময় চট্টোপাধ্যায়। ঘাটাল লোকসভা ভোট আপনারা করবেন। আমি গ্যারান্টি দিচ্ছি ওই সিট নরেন্দ্র মোদী পাবে। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা বিধানসভার অন্তর্গত মাদপুর এলাকায় ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরনময় চট্টোপাধ্যায়ের সমর্থনে বিজেপি বিজয় সংকল্প জনসভায় এসে মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তিনি বলেন, আমাদের প্রার্থী অত্যন্ত বলিষ্ঠ এবং প্রতিবাদী মুখ। বিধানসভায় যে কজন বিধায়ক সবচেয়ে ভালো বক্তব্য রাখেন কাউন্সিলর ভোটে জিতেছেন এবারেও জিতবেন তিনি হলেন হিরন্ময় চট্টোপাধ্যায়। ঘাটাল লোকসভা আপনারা করবেন। আমি গ্যারান্টি দিচ্ছি ওই সিট নরেন্দ্র মোদী পাবে। ওই ঢপবাজি (i love you) ওইসব হবে না। দশ বছর হয়ে গেছে ভাই অনেকদিন হয়ে গেছে। তোমার ঢপবাজি অনেক দিন হয়ে গেছে। রাস্তার পাশে কিছু লোক দাঁড়ায় সিনেমা কর বলে। ভোটে তোমাকে ফাঁকা করবো। মেদিনীপুরের লোকেরা আমার সঙ্গে থাকে। ওই ঠগি পিসির সঙ্গে থাকে না, তা বারে বারে প্রমাণ হয়েছে।
আপনারা সবাই জানেন ইতিমধ্যে ২ দফায় ভোট শেষ হয়েছে। আপনারা খবর রেখেছেন ? বিজেপি খাতা খুলে দিয়েছে। গুজরাটের সুরাট থেকে বিজেপি প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে। মধ্যপ্রদেশে বিজেপি প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে। তাইতো সবাই বলছে এইবার ৪০০ পার। মোদিজীর নেতৃত্বে বিকশিত ভারতের লক্ষ্যে আমরা সবাই কাজ করছি। বিপুল জয় আমাদের হবে কারণ দেশের নির্বাচন কোন দেশের লোক তার দেশকে অরক্ষিত থাকুক চায় না। দেশ বিপদে পড়ুক চায় না। তাই নরেন্দ্র মোদিজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করতে ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী হিরণকে পদ্মফুলে ভোট দিতে হবে আপনাদের।
রাজ্যের শাসক দলকে আক্রমণ করে বলেন, এই তৃণমূল তোলামূল, তারা চুরি ছাড়া আর কোন কাজ পশ্চিমবঙ্গে করতে পারেনি। একদিকে সীমাহীন চুরি। ওদিকে গুন্ডা-মাফিয়া অত্যাচারীদের হাতে এই রাজ্যকে তারা ছেড়ে দিয়েছে। এই লড়াইতে কোথাও তৃণমূল নেই। একদিকে জনতা মানে বিজেপি আর অন্যদিকে পুলিশ তৃণমূল বলে কোন বস্তু আপনি পাবেন না। ২ মে ২০২১ সালে আজকের দিনে পশ্চিমবাংলায় ৫৭ জন ভারতীয় জনতা পার্টির কর্মীকে খুন করেছিল। ২০০১ সালে আজকের দিনে ফলাফল বেরিয়েছিল আমরা ৭৭ টা আসন পেয়েছিলাম।
আপনি কোথাও দেখবেন না ভোটের পরে সন্ত্রাস হয়। পার্টি অফিস ভাঙ্গা হয়। সন্ত্রাস-ঘরছাড়া হয় লোকজন। এমনকি মহিলাদের কেউ ছাড়া হয় না। এই পশ্চিমবঙ্গে যদি হিংসা বন্ধ করতে হয় এই দুর্বৃত্তদের পার্টি তৃণমূলকে ২৫ মে ঘাটাল লোকসভা কেন্দ্রে হারাতে হবে। নন্দীগ্রামে ফলাফল বেরিয়েছিল ভোট গণনাতে, আমাকে হারানোর জন্য এই ঠগি পিসি কলকাতা থেকে এসে নন্দীগ্রামে দাঁড়িয়ে ছিলেন। ১৯৫৬ হাজার ভোটে মমতা ব্যানার্জি আমার কাছে হেরেছে। মেদিনীপুর লড়াই করে সব সময়ের জন্য,এই মেদিনীপুর মাথা নত করতে জানে না। তাই এই ঠগী পিসি চিৎকার করে বলছে মেদিনীপুর গদ্দারদের জায়গা।
তাই কি ? মেদিনীপুর কি গদ্দারদের জায়গা ? আপনারা আমার গাঁয়ের লোকেরা আমার সঙ্গে থাকবেন না। এই হেলিকপ্টার জোড়া পিসি আর ভাইপো ফ্ল্যাট বাড়িতে থাকে। এ আপনাদের দুঃখ-কষ্ট বোঝে ? কাজ নেই এই এখানে, শিল্প নাই এখানে। এখানে মমতা ব্যানার্জি ভাতা-ভিক্ষা ও ভর্তুকি দিয়ে রাজ্য চালান। রাজ্যে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক ৪ লক্ষ ও ২ লক্ষ ছাত্র-ছাত্রী কমে। ৮,২০০ স্কুল বন্ধ হয়েছে। আজকেও মাধ্যমিকে দেড় লক্ষ ছেলে মেয়ে পরীক্ষায় ফেল করেছে অকৃতকার্য হয়েছে। হবে নাই বা কেন ? পিসির ঠেলায় মিড ডে মিলের টাকা চুরি করার জন্য মিড ডে মিলের জাল গুলো চোরা তৃণমূল যাকে খায় তার জন্য বছরের বারো মাসে আট মাস তো স্কুল বন্ধ করে রাখে। স্কুল বন্ধ কিন্তু মিড ডে মিলে চা তুলে নিচ্ছে, ঝাড়া হয়ে যাচ্ছে। আর যেখানে যা হবে পিসি হেলিকপ্টার করে নামবে। আর মিড ডে মিলের টাকা থেকে চেক বিতরণ করবে।
এই মুখ্যমন্ত্রী কর্ম বিনিয়োগ কেন্দ্রে তালা লাগিয়েছেন। সিপিএম রেখে গিয়েছিল ১ কোটি বেকার, ইনি করেছেন দুই কোটি বেকার। এই মুখ্যমন্ত্রী প্রত্যেকটা মিটিংয়ে মিথ্যে কথা বলছেন। গুন্ডামুক্ত পশ্চিমবঙ্গ আমাদের লক্ষ্য শাহজাহানদের মতো আরো যারা আছে। তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। মেয়েদের ইজ্জত সম্মান রক্ষা করার লড়াই। এই তৃণমূলের এক নেতা রানীনগরের অঞ্চল সভাপতি ডোর ক্যাম্পেনিং করতে গিয়ে বলছে, সাগরদিঘী উপনির্বাচনে কংগ্রেস জিতেছিল লক্ষী ভান্ডার বন্ধ করেছি। না ভোট পেলে এখানেও লক্ষী ভান্ডার বন্ধ করে দেব। লক্ষী ভান্ডার কেন কেন্দ্র রাজ্য সরকারের কোন স্ক্রিম বন্ধ করার ক্ষমতা কোন নেতা-নেত্রীর নেই। আপনার বাপের বাড়ির টাকা ? এগুলো আপনাদের প্রতিবাদ করতে হবে সরকারের ট্যাক্সের টাকা।
দেব ষকে নিশানা করে বলেন, এখানকার সাংসদ কতদিন হয়েছে তার বয়স ? দশ বছরে একা চার দিন পার্লামেন্ট হয়। দশ দিন গেছে এই ব্যাটা ? এর বক্তৃতা ওই পার্লামেন্ট বন্ধ হওয়ার আগে একটা দেড় মিনিটের বক্তৃতা করে যে আমার ঘাটাল মাস্টারপ্ল্যান চাই দিয়ে রেকর্ড করে ছেড়ে দেয়। মিথ্যা কথা ১০ বছরে কোন কাজ করেনি। এমপি ৫০ কোটি টাকা কভিডে দুই বছর বন্ধ ছিল। ইনি সব টাকা পেয়েছেন এবং কমিশন খেয়েছেন সাংসদ প্রতিনিধিরা। আর সোলার আলো ছাড়া অন্য কোন আলো জ্বালাতে জানেন না। ওখান থেকে ভালো মাল পাওয়া যায়। এই সাংসদকে আপনি বছরে কবার দেখেছেন ? এখন কেন আছেন ছবি তুলতে আসেন। তু খিচ মেরি ফটো। যেমন মমতা ব্যানার্জি এসেছিল ২০২২ সালে শুকনো ডাঙ্গায় দাঁড়িয়ে আছেন জল নেমে গেছে। হঠাৎ করে চটি খুলে নেমে পড়লেন জলে। কেন? পা ভেজাবো ছবি উঠবে। এবং ছবিটা দেখিয়ে বলবে মা, মাটির মানুষ আমি তোমাদের প্রতিনিধি।

শুভেন্দুর ঠগি পিসির মন্তব্যের পাল্টা পিংলা বিধানসভার বিধায়ক অজিত মাইতি বলেন, মমতা দি ঠগি পিসি। না মমতা বন্দ্যোপাধ্যায় ভালো দিদি সেটাতো বাংলার মানুষ ২০২১ সালের রায় দিয়েছে এবং ২০২৪ সালেও রায় দেবে। সেটা রায়ের পরে বোঝা যাবে। কথা সর্বস্ব মানুষদের কথা মানুষ শুনবে। নাকি কাজ যারা করেননি তার কথা মানুষ শুনবে ?