SBN Digital: কোচবিহারের খাগড়াবাড়িতে ধুন্ধুমার। মঙ্গলবার সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল। ঘটনায় কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস। অভিযোগ, ঘাসফুল শিবিরের নেতা-কর্মীরা এই হামলা চালিয়েছেন। সেই সঙ্গে শুভেন্দুর কনভয়ে থাকা পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাকে ঘিরে এদিন খাগড়াবাড়িতে তুমুল উত্তেজনা ছড়ায়। এরপর কনভয় পৌঁছায় বিজেপির জেলা কার্যালয়ে। বর্তমানে সেখানেই রয়েছেন শুভেন্দু। বিরোধী দলনেতার কনভয়ে হামলার তীব্র নিন্দা করেছে বিজেপি। অন্যদিকে, অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে এদিন কোচবিহারে আসেন শুভেন্দু অধিকারী। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে আগে থেকেই কালো পতাকা নিয়ে খাগড়াবাড়িতে জমা হয়েছিলেন তৃণমূলের নেতা-কর্মীরা। বিরোধী দলনেতার কনভয় ঢুকতেই লাঠি দিয়ে হামলা চালানোর পাশাপাশি পাথর ছোড়া হয় বলে অভিযোগ। শুভেন্দু যে গাড়িতে ছিলেন সেই গাড়ির পেছনের কাচ ভেঙে যায়। পাশাপাশি পুলিশের গাড়িও ভাঙা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এদিন শুভেন্দুকে দেখে ‘জয় বাংলা’ স্লোগান দেন তৃণমূল কর্মী-সমর্থকেরা। পাশাপাশি তাঁকে কালো পতাকাও দেখানো হয়। এনিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি নেতৃত্ব। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, ‘মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া এরকম হতে পারে না। পুলিশের সামনে বিরোধী দলনেতার উপর চড়াও হয়েছে তৃণমূলের দুষ্কৃতীরা। রাস্তায় নেমে এর প্রতিবাদ করব।’ এদিকে, হামলাকারীদের রোহিঙ্গা বলে তোপ দেগেছেন শুভেন্দু। তাঁর কথায়, ‘সমস্ত রোহিঙ্গা। বাংলাদেশ থেকে এসেছে। পাথর ছুড়ে বুলেটপ্রুফ গাড়ির কাচ ভেঙেছে।’ অন্যদিকে, হামলার অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা পার্থপ্রতিম রায়। তাঁর বক্তব্য, ‘কোনও ভাঙচুরের ঘটনা ঘটেনি। তৃণমূলের কোনও নেতা-কর্মী এসবে যুক্ত নন।’
কোচবিহারে শুভেন্দুর কনভয়ে হামলা, ভাঙল গাড়ির কাচ! কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ তৃণমূলের, ছোড়া হল জুতোও
