SBN Digital: স্কুল চত্বরে ময়লা-আবর্জনা পরিস্কার করতে মৌমাছির হুলে জখম এক কর্মী-সহ শিক্ষক ও পড়ুয়ারা। কৃষ্ণচূড়া গাছে মৌচাকে ডাণ্ডা পড়ায় ঝাঁকে ঝাঁকে মৌমাছি ঘিরে ফেলে এক শ্রমিক সহ একাধিক শিক্ষককে। মৌমাছির দল ঢুকে পড়ে আশপাশের ক্লাস রুমেও। তাদের হুলে বিদ্ধ একাধিক পড়ুয়াও অসুস্থ। মৌমাছিদের তান্ডব থেকে বাঁচতে ক্লাসঘর থেকে দিশাহীনভাবে ছোটাছুটি শুরু করে দেয় ছাত্রছাত্রীরা। বাধ্য হয়ে স্কুল ছুটি। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বিহার সীমান্তের বাহিন পঞ্চায়েতের ঝিটকিয়া প্রাথমিক স্কুলের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৌমাছিদের হামলায় আক্রান্ত বছর পঞ্চাশের শ্রমিক সমীরুদ্দিন শেখকে উদ্ধার করে আশঙ্কজনক অবস্থায় রায়গঞ্জ মেডিক্যাল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাহিন পঞ্চায়েতের প্রধান থেকে পঞ্চায়েত সদস্যরা রায়গঞ্জ মেডিক্যাল হাসপাতালে যান। অসুস্থদের তদারকি করেন প্রাক্তন প্রধান তৃণমূল নেতা আব্দুল কাদের।
সংশ্লিষ্ট পঞ্চায়েত কর্তৃপক্ষ এবং স্কুল সূত্রে জানা যায়, শুক্রবার ওই সরকারি সাহায্যপ্রাপ্ত প্রাথমিক স্কুলে ‘পাড়ার সমস্যা পাড়া সমাধান’ প্রকল্পের কর্মসূচির প্রস্তুতি প্রক্রিয়া চলছিল। সেই সূত্রেই ঝিটকিয়া প্রাথমিক স্কুল প্রাঙ্গন পরিষ্কারের কাজ চলছিল। পুরনো কৃষ্ণচূড়া গাছে বাসা করে দেওয়া হয়েছে।” বাহিন বাঁধা মৌমাছিদের চাকে ঝাড়ু পড়তেই বিপত্তি। ঝিটকিয়া গ্রাম সংসদ এলাকায় যুগ্ম পঞ্চায়েত সদস্য রোজিনা খাতুন এবং ঠান্ডারানি দেবশর্মা বলেন, “আক্রান্তদের চিকিৎসায় সহযোগিতা করা হবে। এদিন স্কুলে ১৩০ জন পড়ুয়া উপস্থিত ছিল। তবে মৌমাছি কামড়ের ঘটনার জেরে এই পঠনপাঠন বন্ধ হয়ে যায়।” তবে পড়ুয়াদের হুলবিদ্ধ হওয়ার কথা অস্বীকার করে ঝিটকিয়া প্রাথমিক স্কুলের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক শুভদীপ পন্ডিত বরং বলেন, “শুক্রবার পাড়া সমাধান কর্মসূচির জন্য স্কুল ক্যাম্পাস পরিস্কারের সময় চাক ভাঙা মৌমাছির কামড়ে পঞ্চায়েতের একজন লেবার গুরুতর জখম হয়েছে।
সেইসঙ্গে ছাত্রছাত্রীদের বাঁচাতে গিয়ে আমার কানে মৌমাছির কামড় দিয়েছে। এই অবস্থায় মিড ডে মিল খাইয়ে স্কুল বন্ধ পঞ্চায়েতের প্রধান আনিসুল আলি বলেন, “শুক্রবার পাড়া সমাধান প্রকল্পের প্রস্তুতির জন্য ঝিটকিয়া প্রাথমিক স্কুল পরিস্কার পরিচ্ছন্ন করা হচ্ছিল, তখনই গাছের মৌচাক ভেঙে যায়। সেইসময় কয়েকশো মৌমাছি কামড়ে গুরুতর জখম হন এক শ্রমিক। আপাতত রায়গঞ্জ মেডিক্যাল হাসপাতালের চিকিৎসা চলছে।”
Bee sting: স্কুল পরিষ্কার করার সময় মৌমাছির কামড়ে জখম হলেন শিক্ষকরা
