SBN Digital: বাহারি ছাঁটের চুল কাটার পর বাড়িতে বকাঝকা করেছিলেন বাবা। তারপর ফের সেলুনে গিয়ে চুল কাটিয়ে আসে কিশোর। সেই ‘অভিমানে’ সন্ধ্যায় বাড়িতে কেউ না থাকার সুযোগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হল বছর চোদ্দোর কিশোর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার হরিণঘাটা থানার ফতেপুর গ্রাম পঞ্চায়েতের বারাসত পাড়া এলাকায়। মৃতের নাম উদয় দাস (১৪)। তার বাবা অনাদি দাস জানান, ছেলে এমন করে চুল কাটায় বলেছিলাম, দেখলে লোকজন খারাপ বলবে। বাবার এই কথা শুনে উদয় ফের সেলুনে গিয়ে ঠিক করে চুল কাটিয়ে আসে। সন্ধ্যায় উদয় ঘরে বসে পড়াশোনা করছিল। অনাদিবাবু স্ত্রীকে নিয়ে বাজারে যান। তারপর বাড়ি ফিরে দেখেন, ছেলে ঘরের আড়ায় গামছার ফাঁসে ঝুলছে। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাহারি ছাঁটের চুল কাটার পর বাবার বকুনি, অভিমানে আত্মঘাতী কিশোর
