Top NewsSabang News: তেল চুরির অভিযোগে ভরসন্ধ্যায় পেট্রোল পাম্পের সামনে উত্তেজনা…

Sabang News: তেল চুরির অভিযোগে ভরসন্ধ্যায় পেট্রোল পাম্পের সামনে উত্তেজনা…

নিজস্ব প্রতিনিধিঃ পেট্রোল পাম্পে তেল চুরির অভিযোগ ঘিরে তুমুল উত্তেজনা ছড়াল পশ্চিম মেদিনীপুর জেলার সবং এলাকায়। রবিবার সন্ধ্যায় সবং ব্লকের দেভোগ অঞ্চলের তেমাথানি বাজার সংলগ্ন একটি পেট্রোল পাম্প। সেখানেই এই ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে। সবংয়ের সিঁদুরদা গ্রামের কমল বাগ নামে এক ব্যক্তি তার বাইকে ১০০ টাকার ভরতে গিয়েছিলেন। তেল ভরে পেট্রোল পাম্প থেকে বেরোতে গিয়ে দেখেন ট্যাঙ্ক খালি। তেল নেই। এরপরই তিনি পাম্পে বাইক দাঁড় করিয়ে হইচই শুরু করেন। চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসেন স্থানীয়রাও। তুমুল হট্টগোল শুরু হয়ে যায় এলাকায়। অন্যান্য বাইক চালকেরাও এই ঘটনায় সরব হন। পাম্প থেকে তেল চুরি করা হচ্ছে বলে অভিযোগ তোলেন ওই ব্যক্তি। বেশ কিছুক্ষণ পাম্পের সামনে তুমুল হট্টগোল চলে। যদিও পেট্রোল পাম্পের মালিক আব্দুর রহমনের দাবি, তেল চুরি করা হয়নি। এখানে পাম্পের ম্যানেজারের কোন দোষ নেই। যিনি নজেল ম্যান রয়েছেন তার দোষ। নজেল ম্যান বাইকের ট্যাঙ্কের ভিতরে নজেল ঢুকিয়ে মেশিন চালু করেনি যার ফলে এই ঘটনাটি ঘটেছে। তবে কাস্টমারের এগুলো দেখে নেওয়া উচিত। নজেল মেশিনে থাকা অবস্থায় ডাইল নাম্বার জিরো আছে কিনা। তারপর তেল ভরার সময় পর্যাপ্ত টাকা অনুযায়ী ডায়াল উঠছে কিনা। এখানে চুরির কোন বিষয় নেই। ভুল করেছে আমাদের নজেল ম্যান। এ নিয়ে পাম্প কর্তৃপক্ষ সিদ্ধান্তে অনড় থাকেন। তুমুল ঝামেলা শুরু হয় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সবং থানার পুলিশ। তারপর এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এলাকাবাসী থেকে বাইক একাধিক বাইক চালকের অভিযোগ তোলেন, দীর্ঘদিন ধরে এই পেট্রোল পাম্প থেকে তেল চুরি করা হচ্ছে। সাধারণ মানুষকে ঠকতে হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ঘটনা এখনো পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি। তবে মৌখিকভাবে জানানো হয়েছে।