Top NewsNarayanghar News: বেহাল রাস্তায় ঢুকলো না অ্যাম্বুলেন্স! রোগীকে ডুলিতে করে নিয়ে যেত...

Narayanghar News: বেহাল রাস্তায় ঢুকলো না অ্যাম্বুলেন্স! রোগীকে ডুলিতে করে নিয়ে যেত হলো হাসপাতালে

SBN Digital: মাটির রাস্তা এতটাই বেহাল যে অসুস্থ রোগীকে ডুলিতে তুলে কাঁধে ঝুলিয়ে নিয়ে যেতে হচ্ছে হাসপাতালে। বুধবার এই দৃশ‌্য সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে গিয়েছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের ২ নম্বর গ্রাম রাজ অঞ্চলের সানদেউলি গ্রামে। অসুস্থ রোগীকে ডুলিতে ঝুলিয়ে নিয়ে যেতে হচ্ছে চিকিৎসা কেন্দ্রে। অভিযোগ, রাস্তা এতটাই বেহাল যে কোনও বাইক বা চার চাকার গাড়ি ঢুকতে চাইছে না সানদেউলি গ্রামে। (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি SBN ডিজিটাল)।জানা গিয়েছে, গ্রামরাজ অঞ্চলের সানদেউলি গ্রামে প্রায় ৮০০ মিটার রাস্তার বেহাল অবস্থা। বৃষ্টি হলেই রাস্তা দিয়ে কোনও যানবাহন তো দূরের কথা, পায়ে চলাচলেও দুর্ভোগ বাড়ে। এই গ্রামেরই বাসিন্দা সরস্বতী সামোট নামে বছর ৬৫ এক বৃদ্ধার হার্টের সমস্যা ছিল। তিনি হঠাৎই অসুস্থ হন। ‌শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন হয়। কিন্তু কাঁচা রাস্তায় অ্যাম্বুল্যান্স না ঢোকায় বাধ্য হয়ে রোগীকে ডুলিতে বসিয়ে বাঁশে দড়ি বেঁধে কাঁধে ঝুলিয়ে চিকিৎসার উদ্দেশ্যে রওনা হন পরিজনরা। এদিকে ঘটনা নিয়ে চরম ক্ষুব্ধ এলাকাবাসী। এ ব্যাপারে নান্টু কুইলা নামে এক বাসিন্দা বলেন, এই রাস্তা নিয়ে ব্লক প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসনের আধিকারিকদের বারংবার জানানো হয়েছে। তারপরেও প্রশাসনের পক্ষ থেকে কোন প্রদক্ষেপ গ্রহণ করা হয়নি। যার ফলে এলাকার রোগী থেকে শুরু করে স্কুল ছাত্র-ছাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। ব্লক প্রশাসনের উদাসীনতাকে দায়ী করেছেন স্থানীয়রা। এদিকে এ ব্যাপারে নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত অট্ট জানিয়েছেন, বাড়ি হয়তো অনেকটা ভিতরে। যেখানে হয়তো রাস্তা অনেকটা সরু। এটা দুঃখজনক, বিষয়টি আমি দেখছি।