নিজস্ব প্রতিনিধি: চিরাচরিত ভাবেই পালিত হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। বাদ নেই পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা। নয়া পটচিত্র গ্রামে বিশ্ব কবির জন্মদিন পালন গানের মাধ্যমে। ওই গ্রামের বাসিন্দারা পটচিত্র শৈল্পিক কারুকার্য নিয়ে জীবন যাপন করেন। বাহাদুর চিত্রকর পটচিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন বিশ্বকবির ছবি। আর তার সাথে বেঁধেছেন গান। গানের মাধ্যমে স্মরণ করছেন পট শিল্পীরা। এর আগে রাম মন্দির প্রতিষ্ঠার দিন রাম চরিত এর গান বেঁধে ছিলেন পট শিল্পীরা। জেলা তথা রাজ্যের বাইরে বিভিন্ন দেশে বিস্তার করছে এখন এই পটচিত্র। ইউনেস্ক থেকেও প্রতিনিধি দল ঘুরে গিয়েছিল এই গ্রামে। রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী আবাসনে রয়েছে বাহাদুর চিত্রকরের পটচিত্র। বাহাদুরের কথায়, বিশ্বকবির জন্মদিন পালন করা হয়েছে পটচিত্রের মধ্য দিয়ে। পটচিত্রের বাঁধনেই রয়েছেন গানের সাথে সামঞ্জস্য করে গান।
Top NewsPINGLA POT: ছবি-গানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানালেন পিংলার পটুয়ারা