Top NewsDilip Ghosh: মন্দির তো কারও বাপের নয়, যারা এই ধরণের রাজনীতি করছে... Dilip Ghosh: মন্দির তো কারও বাপের নয়, যারা এই ধরণের রাজনীতি করছে তারা ২৬-এ জবাব পেয়ে যাবে! মন্তব্য দিলীপ ঘোষের
SBN Digital: খড়গপুর চক্রে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ। তিনি বলেন, বিজেপি শুধুমাত্র হিন্দুদের দল কিংবা বিজেপি ধর্মীয় মেরুকরণ এবং বিভাজনের রাজনীতি করে কি না এই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, ‘দেশের একটা সংবিধান আছে, আর আমাদের পার্টির একটা সংবিধান আছে। ভারতীয় জনতা পার্টি ঠিক করে রেখেছে এখানকার দেশের উন্নয়ন কিভাবে করবে সেটা সংবিধানে আছে। সেই অনুযায়ী পার্টিও চলে। আর আমরা রাজনীতি সেভাবেই করি তার।
রাজ্যের মুখ্যমন্ত্রীর দেখা করে জগন্নাথ ধাম ঘুরে আসার পর। মোদির সভাতে ডাকা হয়নি, অমিত সাহার সভাতেও দিলীপকে ডাকা হয়নি। এরপর নতুন রাজ্য সভাপতিকে সংবর্ধনা অনুষ্ঠানে আপনাকে ডাকা হয়নি, এতে দিলীপ অনুগামীদের মনোবল ভেঙ্গে যাচ্ছে না। এই প্রশ্ন করতেই দিলীপ ঘোষ বলেন, আমি রোজ কোন না কোন মন্দিরে যাই। মন্দির তো কারও বাপের নয়। ভগবানের কাছে সবাই যেতে পারে। গতকাল রথ টেনে এলাম। আমার চরিত্রের মধ্যে আছে মন্দিরে যাওয়া। জানিনা বাকিরা মন্দির নিয়ে কি রাজনীতি করে। কিছু দিলীপ ঘোষ মন্দির নিয়ে রাজনীতি করে না’।
মোদির সভাতে আপনাকে ডাকা হয়নি. অমিত সাহার সভাতেও আপনাকে ডাকা হয়নি। এরপর নতুন রাজ্য সভাপতি কে সংবর্ধনা অনুষ্ঠানে আপনাকে ডাকা হয়নি, এতে দিলীপ অনুগামীদের মনোবল ভেঙ্গে যাচ্ছে না? তিনি বলেন ‘জানিনা পার্টি কেন ডাকেনি’। দিলীপ ঘোষ কি তৃণমূলে যোগদান করতে যাচ্ছে? কতটা সত্যি- এই প্রশ্ন শুনেই স্বমহিমায় তাঁর উত্তর- ‘এই ধরনের প্রশ্ন কে করছে? ঠিক আছে উত্তর তারা পেয়ে যাবে।