দেশMurder: বালকের গলা কাটা মৃতদেহ উদ্ধার কেন্দ্র করে এলাকায় উত্তেজনা

Murder: বালকের গলা কাটা মৃতদেহ উদ্ধার কেন্দ্র করে এলাকায় উত্তেজনা

SBN NEWS DIGITAL: নিখোঁজ বালকের গলা কাটা মৃতদেহ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে পোলবারে উত্তেজনা। গতকাল সন্ধে থেকে নিখোঁজ ছিল দেব ঘোষ নামে বারো বছরের এক স্কুল ছাত্র। পোলবার রাজহাট গ্রাম পঞ্চায়েতের দিল্লী রোডের পাশে মামার বাড়িতে মায়ের সঙ্গে থাকত ওই বালক। বাড়ি বিপরীতে কলকাতা মুখি দিল্লী রোড। তার পাশে গ্যাস পাইপ লাইনের কাজ করতে আসেন বিহারে কিছু শ্রমিক। সেখানেই অফিস তৈরীর কাজ চলছে। শ্রমিকরা টিন ঘিরে ঘর বানিয়ে বসবাস করছিলেন শ্রমিকরা। বালক ওই শ্রমিকদের ফাইফরমাস খাটত। জল এনে দিত। গতকাল সন্ধায় তাকে চাউমিন এগরোল আনতে দেয় শ্রমিকরা। তারপর আর তার খোঁজ মেলেনি। মঙ্গলবার সকালে বালকের মৃতদেহ কিছুটা দূরে একটি পুকুরে পরে থাকতে দেখা যায়। পুলিশ জানিয়েছে মৃতের গলায় ক্ষতের চিহ্ন আছে।