Top NewsJhargram News: ঝাড়গ্রামে ট্রেনের ধাক্কায় মৃত্যু তিনটি হাতির

Jhargram News: ঝাড়গ্রামে ট্রেনের ধাক্কায় মৃত্যু তিনটি হাতির

নিজস্ব প্রতিনিধিঃ ট্রেনের ধাক্কায় মৃত্যু হল তিনটি হাতির। বৃহস্পতিবার মধ্যরাতে ঘটনাটি ঘটছে, ঝাড় গ্রামের বাঁশতলা-সরডিহা স্টেশন এলাকায়। রেল লাইনে হাতির দেহগুলি পড়ে থাকায় খড়গপুর-টাটা লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।
সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত্রে ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া রেঞ্জ এলাকায় প্রায় দশটি হাতিকে বাঁশতলার দিক থেকে ড্রাইভ করানো হচ্ছিল। সেই সময় জনশতাব্দী এক্সপ্রেস খড়্গপুর যাওয়ার সময় একটি পূর্ণবয়স্ক ও দুটি শাবক হাতি বাঁশতলা স্টেশন সংলগ্ন রেল লাইনের উপরে উঠে পড়ে। তখনই ট্রেনে ধাক্কাতে তিনটি হাতির মৃত্যু হয়। খবর পেয়ে বনদপ্তরের উচ্চপদস্থ আধিকারিক ও রেল আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছায়।
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে হাতির মৃতদেহ উদ্ধারের কাজ শুরু করা হয়েছে। অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সঠিক প্রশিক্ষণপ্রাপ্ত হুলা পার্টির সদস্য না থাকায় একের পর এক হাতির মৃত্যুর ঘটনা ঘটছে। এ ব্যাপারে বনদপ্তরের কোন পদক্ষেপ নিচ্ছে না। কবে হুশ ফিরবে বনদপ্তরের? সেই প্রশ্ন তুলছে স্থানীয় বাসিন্দারা।