নিজস্ব সংবাদদাতা: রাতের অন্ধকারে বিজেপির পতাকা-ফেস্টুন ছিঁড়ে দেওয়ার অভিযোগ, কাঠগড়ায় শাসকদল তৃণমূল। গতকাল মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার ৯ নং বলপাই অঞ্চলের ট্রেকার স্ট্যান্ড এলাকায়। এই ঘটনায় সবং থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপি পক্ষ থেকে।
অভিযোগ,ওই এলাকায় রাস্তার ধারে বাঁশে BJP-র পতাকা লাগানো ছিল। আজ সকালে বিজেপি কর্মীরা দেখতে পান, কয়েকটি পতাকা লাগানো বাঁশ উপড়ে পাশের পুকুরে ফেলে দেওয়া হয়েছে, গ্রামের রাস্তার দুই ধারে লাগানো BJP-র পতাকা ছিঁড়ে ফেলা হয়েছে। এর পাশাপাশি ট্রেকার স্ট্যান্ড এলাকায় বিজেপির দলীয় কার্যালয়ে এডবেস্টার ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। এই খবর পেতেই এলাকায় গিয়ে দলের কর্মী সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েন।
এ ব্যাপারে সবং দু’নম্বর বিজেপির মন্ডল সভাপতি অজিত দত্ত গুপ্ত বলেন, আমরা গতকাল যখন ঘাটালের বিজেপি প্রার্থী হিরনময় চট্টোপাধ্যায়ের প্রচারে ছিলাম। তখনই আমার কাছে হঠাৎই খবর যায় তৃণমূলের হার্মাদরা বলপাই টেকার স্ট্যান্ড এর কাছে আমাদের যে বিজেপির দলীয় কার্যালয় রয়েছে। সেখানে রড-লাঠি হাতে নিয়ে মিছিল করে। তারপর আমাদের দলীয় পতাকা থেকে শুরু করে ফেস্টুন ও দলীয় কার্যালয়ের এডবেস্টার ভেঙে দেয় তৃণমূলের হার্মাদরা। এই ৯ নং বলপাই অঞ্চলের তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সেরে গেছে,তাই এইসব করছে তৃনমূল। এর জবাব ৪ তারিখ দেখতে পাবে তর্ণমূল।
অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করা হয়েছে। তৃণমূলের অঞ্চল সভাপতি মানিক মাইতি বলেন, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এটা বিজেপির দলীয় গোষ্ঠীদ্বন্দ্বর জেরে এই ঘটনা ঘটেছে। আমরা এই সংস্কৃতিতে রাজনীতি করি না, যেটা বিজেপি করে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আমাদের নেতা মানস রঞ্জন ভূইয়ার আদর্শে নিয়ে তৃণমূল কংগ্রেস করি। তৃণমূল আমাদের এই আদর্শ শিখায়নি যে বিজেপির মত যে কোন জায়গা হাঙ্গামা করবো। এই বলপাই অঞ্চলের বিজেপির কোন অস্তিত্ব নেই, সমস্ত সিপিএম কর্মীরাই বিজেপি করে। তৃণমূলকে কলঙ্কিত করার জন্য এটা নাটক করছে বিজেপি । ইতিমধ্যে এই ঘটনায় সবং থানায় বিজেপির পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলে রয়েছে সবং থানার পুলিশ বাহিনী।