Top NewsKharagpur News: খড়্গপুরে DRM অফিস ঘেরাও তৃণমূলের! কেন ?

Kharagpur News: খড়্গপুরে DRM অফিস ঘেরাও তৃণমূলের! কেন ?

খড়গপুর: রাজ্য সরকারের সেভ ড্রাইভ, সেফ লাইফের চারটি হোর্ডিং সরিয়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার উত্তাল হয়ে ওঠে রেলের খড়গপুর ডিভিশনের ডিআরএম অফিস চত্বর। অভিযোগ ওঠে আরপিএফের পক্ষ থেকে এই চারটি হোর্ডিং বৃহস্পতিবার রাতের অন্ধকারে সরিয়ে ফেলা হয়েছে। আর এই অভিযোগকে কেন্দ্র করে এইদিন প্রথমে খড়গপুর স্টেশন লাগোয়া বোগদা এলাকায় আরপিএফের খড়গপুর টাউন পোস্টের সামনে তুমুল বিক্ষোভ দেখান খড়গপুর পুরসভার দুই কাউন্সিলরের নেতৃত্বে তৃণমূলের নেতা ও কর্মীরা। পরে ডিআরএম কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখানো হয়। যদিও শেষ পর্যন্ত আরপিএফের পক্ষ থেকে ভুল স্বীকার করা হলে বিক্ষোভ সমাবেশ প্রত্যাহার করে নেওয়া হয়। এইদিন এই বিক্ষোভের নেতৃত্বে ছিলেন খড়গপুর পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রোহন দাস, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফিদা হোসেন, তৃণমূলের যুব নেতা অসিত পাল ও মহিলা নেত্রী হেমা চৌবে। এই ব্যাপারে আরপিএফের রেলের খড়গপুর ডিভিশনের সিনিয়র সিকিউরিটি কমিশনার প্রকাশ কুমার পান্ডা জানিয়েছেন ” কোনও হোর্ডিং সরানো হয় নি। আমাদের অনুমতি না নিয়ে এবং কোনও আলোচনা না করে কয়েকটি হোর্ডিং লাগানো হয়েছিল। সেই হোর্ডিং কারা লাগিয়েছে সেই নিয়ে আমরা খতিয়ে দেখছিলাম। পরে অবশ্য রাজ্য পুলিশের সঙ্গে কথাবার্তা বলার পর সমস্যা মিটে গিয়েছে।” তবে পাশাপাশি তিনি প্রশ্ন তুলে বলেন ” যাঁরা বিক্ষোভ দেখালেন তাঁরা কারা? তাঁরা তো পুলিশের কেউ নয়?” এই ব্যাপারে ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রোহন দাস বললেন ” মুখ্যমন্ত্রীর ছবি হোর্ডিংয়ে রয়েছে। তিনি শুধু মুখ্যমন্ত্রী নন। আমাদের দলের সর্বোচ্চ নেত্রী। তাঁর ছবি লাগানো হোর্ডিং এভাবে সরিয়ে ফেলা মেনে নেওয়া যায় না। তাই আমরা বিক্ষোভ দেখিয়েছি। রেল তো এটা ঠিক কাজ করে নি।” প্রসঙ্গত গোটা খড়গপুর শহর জুড়ে পুলিশের পক্ষ থেকে সেভ ড্রাইভ, সেফ লাইফের হোর্ডিং লাগানো হয়েছে। তারমধ্যে রেল এলাকার বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে। তৃণমূলের অভিযোগ আরপিএফের পক্ষ থেকে এইসব হোর্ডিং সরিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে। এই ব্যাপারে রেলের খড়গপুর ডিভিশনের সিনিয়র ডিসিএম তথা জনসংযোগ আধিকারিক নিশান্ত কুমার বললেন ” একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। মিটে গিয়েছে।”