রাজ্যমাটির বাড়ির প্রাচীর ভেঙে মৃত দুই শিশু

মাটির বাড়ির প্রাচীর ভেঙে মৃত দুই শিশু

জলপাইগুড়ি: খাওয়াদাওয়া শেষ করে ঘুমোতে যাওয়ায় জন্য তোড়জোড় চলছিল পরিবারে। বাইরে তখন অঝোরে ধারায় বৃষ্টি পড়ছে। এরইমধ্যে ঘটে গেল অঘটন। যে ঘটনাটি এড়াতে একাধিকবার প্রতিবেশীকে দেওয়াল ভেঙে ফেলার অনুরোধ জানিয়েছিলেন পরিমল মোদক। সেই দেওয়াল চাপা পড়েই মৃত্যু হল দিনমজুর পরিমল মোদকের দুই শিশু সন্তানের জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের সাহুডাঙ্গির পাঘালুপাড়া এলাকার ঘটনা। প্রতিবেশীদের দাবি, রাত তখন প্রায় দশটা। দুই ভাইবোন মধুমিতা মোদক (৩) ও দেবায়ন মোদককে (দেড়) খাইয়ে ঘুম পাড়িয়ে নিজেরা কেবল খাওয়াদাওয়া শেষ করে হাত-মুখ ধুচ্ছিলেন পরিমল ও তাঁর স্ত্রী। আত্মীয়া জ্যোৎস্না মোদক জানান, বাইরে তখন অঝোরে বৃষ্টি পড়ছে। আচমকা হুড়মুড় করে ভেঙে পড়ল প্রতিবেশী দধি দাসের সীমানা প্রাচীর। যা পরিমল মোদকের টিন, বাঁশ বেড়ার ঘরের ভিতর ঘুমন্ত দুই শিশুর উপর আছড়ে পড়ে। ছুটে আসেন আশপাশের লোকজন। গুরুতর জখম দুই শিশুকে উদ্ধার করে দ্রুত শিলিগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে আসেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। আসেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। সন্ধ্যায় খাদ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডি গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেন। পাশে থাকার আশ্বাস দেন। পরিমল মোদক জানান, প্রতিবেশীকে একাধিকবার দেওয়াল ভেঙে ফেলার জন্য অনুরোধ জানিয়েছিলেন। তাঁর অভিযোগ, কথা শোনেননি ওঁরা। আমার কথা শুনলে হয়তো এভাবে আমাকে দুই সন্তানকে হারাতে হত না। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসেন শিলিগুড়ি কমিশনারেটের ভোরের আলো থানার পুলিশ কর্মীরা। ওসি সন্দীপ দত্ত জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দিয়েছে পুলিশ।