Top Newskharagpur: শোকজে নিরুত্তর, গৃহবন্দি বেবি কোলে

kharagpur: শোকজে নিরুত্তর, গৃহবন্দি বেবি কোলে

SBN Digital: তিনদিনের নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও শোকজের জবাব দিলেন না রেলশহর খড়গপুরের ‘বিতর্কিত’ তৃণমূলনেত্রী বেবি কোলে শর্মা। বাম নেতা অনিল দাসকে প্রকাশ্যে রাস্তায় ফেলে মারধর করার জন্য সোমবার তাঁকে শোকজ করেছিলেন তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা। বুধবার ছিল জবাব দেওয়ার শেষ দিন। এদিকে, সোমবার প্রবীণ বাম নেতা অনিল দাসের বিরুদ্ধে খড়গপুর টাউন থানায় পাল্টা অভিযোগপত্রে বেবি কোলে শর্মা নিজেকে আইএনটিটিইউসির খড়গপুর শহর কমিটির সাধারণ সম্পাদক হিসাবে উল্লেখ করেন। সেই অভিযোগপত্র ভাইরাল হওয়ার পর আইএনটিটিইউসির অন্দরে ব্যাপক শোরগোল পড়েছে। আইএনটিটিইউসির মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি শশাঙ্ক ওরফে গোপাল খাটুয়া সাফ বলেন, “বেবি কোলে শর্মা সংগঠনের কেউ নন। তিনি এই মুহূর্তে কোনও পদে নেই। তিনি সর্বত্র মিথ্যা পরিচয় দিয়ে যাচ্ছেন।” আর আইএনটিটিইউসির খড়গপুর শহর কমিটির সভাপতি বিবেকানন্দ দাস চৌধুরি বলেন, “বেবি কোলে শর্মাকে প্রায় সাত মাস আগে একটি ঘটনার পরিপ্রেক্ষিতে সাসপেন্ড করা হয়েছিল। সেটি এখনও বহাল রয়েছে।” অন্যদিকে, খড়গপুর শহরের তৃণমূল কর্মীরা সমাজমাধ্যমে অবিলম্বে বেবি কোলে শর্মাকে বহিষ্কারের দাবিতে সোচ্চার হয়েছেন। তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা বলেন, “বেবি কোলে শর্মা শোকজের জবাব দেননি। দেখি রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলব। যেরকম বলা হবে, সেরকম পদক্ষেপ গ্রহণ করা হবে।” এনিয়ে ফোন করা হলেও ফোন ধরেননি বেবি কোলে শর্মা। আপাতত তিনি নিজেকে গৃহবন্দি করে রেখেছেন। কেউ তাঁর সঙ্গে দেখা করতে পারছেন না। বৃহস্পতিবার নিগৃহীত প্রবীণ বামনেতার স্ত্রী সুস্মিতা দাস সমাজমাধ্যমে গোটা ঘটনার ন্যায় বিচার চেয়ে একটি খোলা চিঠি দিয়েছেন। আর নিগৃহীত নেতা অনিল দাস বলেন, “প্রশাসন তার ভূমিকা পালন করছে না। বেবি কোলে শর্মাকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”