Top NewsWest Medinipur: বেহাল রাস্তা সারাইয়ের দাবি, ডেবরা-সবং রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ...

West Medinipur: বেহাল রাস্তা সারাইয়ের দাবি, ডেবরা-সবং রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের

SBN Digital: ফের বেহাল রাস্তার প্রতিবাদে একজোট হলেন গ্রামবাসীরা। বিক্ষোভে অবরোধ করলেন পথ। বছরের পর বছর ধরে একই দাবি জানিয়েও লাভ হয়নি কোনও। অবশেষে বেহাল রাস্তার হাল ফেরাতে জোরাল আন্দোলনের পথই বেছে নিলেন স্থানীয় বাসিন্দারা। এই ছবি পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের এলাকায় ডুঁয়া ১০/১ অঞ্চলের ইসলামপুর বুথ এলাকায়। ডুঁয়া পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের অভিযোগ, প্রায় দশ বছর ধরে ইসলামপুর থেকে মহেশপুর পর্যন্ত গ্রামীণ রাস্তার অবস্থা বেহাল। বারবার দাবি করা সত্ত্বেও কোনও ব্যবস্থা নেয়নি প্রশাসন। বেহাল রাস্তার কারণে বারবার দুর্ঘটনা ঘটছে। এমনকী গত কয়েকদিন আগেও দুর্ঘটনা ঘটেছে। খারাপ রাস্তায় মোটর ভ্যান উল্টে আহত হয়েছেন চালক। এরপরই বিক্ষুব্ধ গ্রামবাসীরা প্রতিবাদে ডেবরা সবং রাজ্য সড়কের গোদাবাজার বাসস্ট্যান্ড এলাকায় গাছের গুড়ি ফেলে পথ অবরোধ করেন। বিক্ষোভে শামিল হন স্কুলের ছাত্র-ছাত্রীরা। তারা হুঁশিয়ারি দেয়, প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস না পাওয়া পর্যন্ত অবরোধ চলবে। এদিকে অবরোধের জেরে রাজ্যসড়কে যানজট সৃষ্টি হয়। চরম দুর্ভোগে পড়ের নিত্যদিনে যাত্রীরা। ঘটনার খবর পেয়ে ডেবরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। অবশেষে পুলিশের পদক্ষেপে প্রায় ৩০ মিনিট পর অবরোধ ওঠে। ‌যান চলাচলও স্বাভাবিক হয়েছে।