নিজস্ব প্রতিনিধিঃ ভোটার লিস্টে ‘কারচুপি’, ২ ERO ও ২ AERO-কে সাসপেন্ড করল কমিশন। বারুইপুর পূর্ব ও ময়নার ERO-কে সাসপেন্ড করল কমিশন। সাসপেন্ড বারুইপুর পূর্বের ERO দেবত্তম দত্ত চৌধুরী। সাসপেন্ড ময়নার ERO বিপ্লব সরকার সাসপেন্ড। জানা গিয়েছে, ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে অনিয়মের জেরে নিলম্বিত (সাসপেন্ড) হলেন রাজ্যের চার আধিকারিক। জাতীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়ে সে কথা জানানো হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় নিযুক্ত এই চার আধিকারিকের বিরুদ্ধে ‘অপরাধমূলক কার্যকলাপে’র অভিযোগে এফআইআর করার নির্দেশও দিয়েছে কমিশন।
দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর পূর্ব এবং পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভা কেন্দ্রে ভোটার তালিকার কাজ যাঁদের তত্ত্বাবধানে চলছিল, সেই দুই ইআরও (নির্বাচনী নিবন্ধন আধিকারিক) এবং দুই এইআরও-কে (সহকারী নির্বাচনী নিবন্ধন আধিকারিক) নিলম্বিত করেছে কমিশন। অবিলম্বে এই নিলম্বন এবং শৃঙ্খলাভঙ্গ সংক্রান্ত পদক্ষেপ তাঁদের বিরুদ্ধে কার্যকর হচ্ছে বলে কমিশনের চিঠিতে লেখা হয়েছে।
বারুইপুর পূর্বের ইআরও এবং এইআরও হিসেবে কাজ করছিলেন দেবোত্তম দত্ত চৌধুরী এবং তথাগত মণ্ডল। ময়না বিধানসভা কেন্দ্রের জন্য ওই দুই দায়িত্বে ছিলেন বিপ্লব সরকার ও সুদীপ্ত দাস। তাঁদের পাশাপাশি সুরজিৎ হালদার নামে এক ডেটা এন্ট্রি অপারেটরের নামেও এফআইআর দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে।
ভোটার লিস্টে কারচুপি! ২ ERO ও ২ AERO-কে সাসপেন্ড করল নির্বাচন কমিশন
