নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণবঙ্গে লাগাতার বৃষ্টি হয়ে চলেছে। কখনও ভারী কখনও বা অতিভারী। আর এই বৃষ্টির জেরে জলমগ্ন রাজ্যের একাধিক এলাকা। যদিও এই পরিস্থিতির জন্য ডিভিসির ছাড়া জলকেই দায়ী করেছে রাজ্য সরকার। এরই মধ্যে গতকাল মঙ্গলবার ঘাটালে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর আরামবাগে যান মুখ্যমন্ত্রী। সেখানে গোঘাটের একটি ত্রাণশিবিরে দুর্গতদের পাশে দাঁড়ান তিনি। বন্যায় সর্বস্ব হারানো মানুষদের শালপাতার থালায় খিচুড়ি খাওয়ানোর ব্যবস্থা করেন। শুধু তাই নয় নিজের হাতে খিচুড়ির বালতি ধরে পরিবেশন করেন। রাতে মেদিনীপুর সার্কিট হাউসে থাকার পর। আজ বুধবার সকালে সার্কিট হাউস থেকে বেরিয়ে ঝাড়গ্রামের উদ্দেশ্যে যাওয়ার সময় খড়গপুর শহরের তৃণমূল নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন। তারপরই নেতৃত্বরা মুখ্যমন্ত্রীকে খড়্গপুরে আসার জন্য আবেদন জানান। তখনই মুখ্যমন্ত্রী নেতাদের উদ্দেশ্যে বলেন খড়্গপুরে কি হবে? মুখ্যমন্ত্রীর প্রশ্নের উত্তরে নেতারা জানিয়েছেন আমরা খড়্গপুরে জিতব।
তখন মুখ্যমন্ত্রী তাদের বলেন, ঠিক করে সবাই মিলে কাজ করবে। ওখানে তেলেগু ভাষার মানুষ রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন। তৃণমূলের জেলা সহ-সভাপতি দেবাশীষ চৌধুরী ও খড়গপুর রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হেমা চৌবে জানিয়েছেন, দিদিকে খড়্গপুরে আসার জন্য বলেছি। দিদি বলেছেন আমি মাঝেমধ্যেই আসি। আমার নজরে রয়েছে। এর পাশাপাশি তিনি ঠিক করে কাজ করার বার্তা দিয়েছেন।
Medinipur: মেদিনীপুর সার্কিট হাউস থেকে বেরিয়ে নেতৃত্বদের কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী?
