SBN Digital: বাংলার উন্নয়নের জন্য বিজেপির কাছে রোডম্যাপ আছে। বাংলায় বিজেপির সরকার বানান। আমরা শ্যামপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্নের বাংলা বানিয়ে দেব। শুক্রবার দমদমে রাজনৈতিক সভা থেকে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর কথায়, ‘বিকশিত বাংলা, মোদির গ্যারান্টি।’ ভাষা প্রসঙ্গে মোদির বক্তব্য, ‘বিজেপি সরকার সগর্বে বাংলা ভাষা আর বাংলা সংস্কৃতিকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছে। আমরাই বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছি।’ দমদমের সভা থেকে মোদির নতুন স্লোগান, ‘বাঁচতে চাই, বিজেপি তাই!’উত্তরবঙ্গ পর্যটন এদিন তৃণমূলের সমালোচনায় সরব হয়ে মোদি বলেন, ‘তৃণমূল উন্নয়নের শত্রু। তার সাক্ষী এই দমদমের মানুষও।
স্মার্ট সিটি মিশনে এখানকার অনেক উন্নতি হতে পারত। কিন্তু তৃণমূলের সরকার সেই প্রকল্পে যুক্ত হল না। তৃণমূলের কাজ হল, যে কোনও উপায়ে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় প্রকল্পের রূপায়ণ আটকানো। তাই আপনারা এখানেও বিজেপিকে একবার সুযোগ দিয়ে দেখুন।’ বাংলার গৌরবময় অতীত আবার ফিরিয়ে আনতে তৃণমূলকে সরানোর ডাক দিলেন নমো।
এদিন মোদির ভাষণে ফের শোনা যায় ‘অপারেশন সিঁদুর প্রসঙ্গ। তিনি বলেন, ‘আমাদের সেনারা আতঙ্কবাদীদের এমন শিক্ষা দিয়েছে যে, পাকিস্তানের ঘুম উড়ে গিয়েছে। দেশের তৈরি অস্ত্র ব্যবহার হয়েছে। বাংলার সেনাদের শ্রদ্ধা।’
Narendra Modi: ভাষা বিতর্কে কি জবাব দিলেন প্রধানমন্ত্রী ?
