SBN Digital: জিএসটি (GST) নিয়ে বড় ঘোষণা করেছে কেন্দ্র। আজ সোমবার ২২ সেপ্টেম্বর থেকে নতুন হারে জিএসটি কার্যকর হলো। গত বুধবার জিএসটি কাউন্সিলের মিটিংয়ের পর জীবন ও স্বাস্থ্য বিমা থেকে জিএসটি তুলে নেওয়া হয়েছে।এই ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নতুন এই জিএসটি কাঠামোয় কোন পণ্যগুলির দাম কমবে? আর কোনগুলির দাম বাড়বে? তা জেনে নিন।
নতুন জিএসটি কাঠামোয় দাম কমছে কোন কোন জিনিসের? 👇
১: মাখন, ঘি, তেল, চিজ এবং দুগ্ধজাত পণ্যের উপর জিএসটি ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। পাস্তা, নুডলস, ভুজিয়া, নিমকি, বিভিন্ন সবজি। প্যাকেটজাত খাদ্য পণ্যের উপরও জিএসটি ১২ শতাংশ থেকে ৫ শতাংশে নামছে। ফলে খাবার এবং রান্না আরও সাশ্রয়ী হবে।
২: খাদ্য পণ্য ছাড়াও জিএসটি কমছে সাবান, শ্যাম্পু, ব্রাশ, শেভিং ক্রিমেও। এগুলির উপর জিএসটি ১৮ শতাংশ থেকে ৫ শতাংশে নামছে। সেলাই মেশিনের উপরও আরোপ হবে ৫ শতাংশ জিএসটি।
৩: ট্র্যাক্টর, ট্র্যাক্টরের যন্ত্রাংশ, জৈব কীটনাশক ও কৃষিক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন পণ্যের উপর জিএসটি ১৮ এবং ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। যাবতীয় জীবন ও স্বাস্থ্য বিমার উপর থেকে জিএসটি সম্পূর্ণ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এছাড়াও চিকিৎসাক্ষেত্রে ব্যবহৃত একাধিক পণ্য যেমন থার্মোমিটার, মেডিক্যাল গ্রেড অক্সিজেন, টেস্ট কিট, গ্লুকোমিটার, চশমাতেও জিএসটি কমে ৫ শতাংশে দাঁড়িয়েছে।
৪: পড়ুয়াদের সুবিধার জন্য ম্যাপ, খাতা, পেনসিল, রবারের উপর জিএসটি একেবারে তুলে নেওয়া হয়েছে।
৫: মধ্যবিত্তের কথা ভেবে টিভি, এসি, ডিশ ওয়াশিং মেশিন, প্রজেক্টর, তিন চাকার গাড়ি, ৩৫০ সিসি-র নীচে থাকা বাইকের দাম কমানো হচ্ছে। এখন থেকে এই পণ্যগুলিতে ২৮ শতাংশের পরিবর্তে ১৮ শতাংশ জিএসটি নেওয়া হবে। সিমেন্টেও ২৮ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ হারে জিএসটি বসবে। ফলে নির্মাণ খরচ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
৬: হস্তশিল্প, মার্বেল এবং গ্রানাইট ব্লক, মাঝারি চামড়াজাত পণ্যগুলিতে ১২ শতাংশ থেকে কমিয়ে জিএসটি ৫ শতাংশ করা হয়েছে।
দাম বাড়ছে কোন জিনিসগুলির? 👇
৭: সিগারেট, পান মশলা, গুটখা এসবের উপর ৪০ শতাংশ হারে জিএসটি নেওয়া হবে। এছাড়াও দাম বাড়বে বাড়তি চিনি মিশ্রিত পানীয়, কার্বনযুক্ত পানীয়ের। এগুলিতে ২৮ শতাংশ থেকে জিএসটি করা হচ্ছে ৪০ শতাংশ।
৮: বিলাসবহুল গাড়ি, ৩৫০ সিসির বেশি বাইক, প্রাইভেট জেট, রেসিং কার, ইয়টের উপর ৪০ শতাংশ জিএসটি আরোপ করা হয়েছে।