Bike accident: গভীর রাতে বাইক দুর্ঘটনায় মৃত্যু যুবকের, সবং এলাকায় চাঞ্চল্য
SQUARE BY NEWS: গভীর রাতে ফাঁকা রাস্তায় দুরন্ত গতিতে বাইক (Bike) ছোটাচ্ছিলেন যুবক। আর সেই গতির জোরেই নেমে এল চরম বিপদ। সবংয়ে বাইক দুর্ঘটনায় মৃত্যু (Death) হল এক যুবকের। মৃত যুবকের নাম হেমন্ত হাজরা। বাড়ি কুন্ডলপাল এলাকায়। বয়স ৩৫ বছর।
