Top Newsটিউশন থেকে ফেরার পথে স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে বেধড়ক মারধর

টিউশন থেকে ফেরার পথে স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে বেধড়ক মারধর

নিজস্ব প্রতিনিধিঃ দিনের বেলা টিউশন পড়ে বাড়ি ফিরছিল এক স্কুল ছাত্রী। তাকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ উঠল। আরও অভিযোগ, ওই ছাত্রীর হাত ধরে টানাটানি করা হয়েছে। শনিবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার অন্তর্গত গাবডাঙ্গর এলাকায়। এই ঘটনার অভিযুক্ত অভিজিৎ কর নামে এক যুবককে পুলিশ আটক করেছে। ওই যুবকের বাড়ি নরিয়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক স্কুল ছাত্রী শনিবার সকালে টিউশন সেরে বাড়ি ফিরছিল। সেই সময় ফাঁকা রাস্তা একা পেয়ে অভিজিৎ কর নামে এক যুবক। ‌অভিযুক্ত ওই যুবক পেশায় রাজমিস্ত্রি। সকালে ওই ছাত্রী বাড়ি ফেরার সময় তাকে উত্ত্যক্ত করে ওই যুবক। এমনকি তার হাত ধরে টানাটানি করা হয়। ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা প্রথমে ওই যুবককে ধরে রাখে। 
তারপরেই স্থানীয় এলাকাবাসীর ক্ষিপ্ত হয়ে তাকে বেধড়ক মারধর করে। এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়লে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পটাশপুর থানার পুলিশ। তারপরে পুলিশ অভিযুক্ত যুবককে এলাকা থেকে উদ্ধার করে নিয়ে যায়। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।